পিএসএলে কিপটেমিতে পাকিস্তানি তরুণের বিশ্বরেকর্ড


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০১:২৮ পিএম
পিএসএলে কিপটেমিতে পাকিস্তানি তরুণের বিশ্বরেকর্ড

টি-২০ ক্রিকেট চার-ছক্কার খেলা। পেশী শক্তির ক্রিকেটও বলা ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে। বোলাররা প্রতিনিয়ত নতুন কৌশল আত্মস্ত করছেন।কয়েক বছর আগে সাবেক অস্ট্রেলিয়ান পেসার নাথান ব্রাকেন টি-২০ ক্রিকেটে ৪ ওভার বল করে কোন উইকেট না পেয়েও মাত্র ১৬ রান খরচ করে ম্যাচ সেরার পুরস্কার পায়। সবাই একটু অবাক হয়েছিল উইকেট না পেয়ে কিভাবে ম্যান অব দ্যা ম্যাচ হয়! অবিশ্বাস্য হলেও সত্যি টি-২০ ক্রিকেটে মিতব্যয়ী বোলিং করার জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া যাও। 

তবে এতটা কিপটে! চলমান পাকিস্তান লিগে কিপটেমিতে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানি স্পিনার মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ১ মেডেনসহ নেওয়াজ খরচ করেছেন মাত্র ৪ রান। ইকোনমি মাত্র ১। সাথে ২ উইকেট নিজের দখলে নিয়েছেন।নেওয়াজের বোলিং ফিগার ৪-১-৪-২! সত্যিই টি-২০ ক্রিকেটে চোখ কপালে উঠার মতো ঘটনা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) লাহোর কালান্দার্সের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে এমন বোলিং করেন নেওয়াজ। নেওয়াজের কিপটেমিতে কোয়েটা মাত্র ১১৯ রানে গুটিয়ে যায়। ১২০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ওয়াটসনের ৪২ বলে ৬৬  রানের ইনিংসে ভর করে ৯ উইকেটের বিশাল জয় পায় কোয়েটা গ্লাডিয়েটর্স। 

গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর