বাটলার ঝড়ে ইংল্যান্ডের বড় সংগ্রহ


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ১০:৫৭ এএম
বাটলার ঝড়ে ইংল্যান্ডের বড় সংগ্রহ

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি ইংলিশদের। মাত্র ৪ রান করেই বোল্টের শিকার হন ওপেনার জনি বেয়ারস্টো।দ্বিতীয় উইকেট জুটিতে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুটের সাথে ৭৯ রানের পার্টনারশিপ করেন জেসন রয়। 

অর্ধশত থেকে মাত্র ১ রান দূরে থেকে শাটনারের বলে আউট হয় রয়। রয়েল বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেনি অধিনায়ক মরগান।মরগানের ব্যর্থতার দিনে দীর্ঘদিন পর দলে ফিরে মাত্র ১২ রানে শাটনারের ঘূর্ণি বিষের শিকার বেন স্টোকস।

এরপরই শুরু হয় বাটলার অধ্যায়। তবে বাটলারের তান্ডব শূরুর আগে সেঞ্চুরির আশা জাগিয়েও ৭১ রানে পার্টটাইম বোলার মুনরোর বলে বোল্ড হয় রুট। শেষ দিকে বাটলারকে যোগ্য সাপোর্ট দেয় মঈন আলী। কিন্তু ২৮ রানে থামে আলীর ইনিংস। 

ডেভিড ইউলী ও ওকসের ছোট্ট-ছোট্ট সংগ্রহ বাটলারকে বড় স্কোর করার ভিত করে দেয়।শেষ ওভারে আউট হওয়ার আগ পর্যন্ত খুনে মেজাজে বাটলার করে ৬৫ বলে ৫ ছয় ও ৫চারে ৭৯ রান। বাটলারের দ্রুততম ইনিংসে ভর করে ইংল্যান্ড করে ২৮৫ রান। নিউজিল্যান্ডের হয়ে বোল্ট, শান্টনার ও শোদি নেয় ২টি করে উইকেট।
     
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর