ফাঁস হলো ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপের জার্সি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৯:৪১ পিএম
ফাঁস হলো ব্রাজিলের রাশিয়া বিশ্বকাপের জার্সি

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও বাকি তিন মাসের মতো। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা দল ব্রাজিল চমক দিয়েছিল মূল আসর শুরুর ১০০ দিন আগে দল ঘোষণ করে। এবার আবার চমক আনুষ্ঠানিক কোন প্রস্তুতি ছাড়াই  ফাঁস হয়ে গেল আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সি। যদিও এটি জনসমক্ষে আসার কথা ছিল মার্চে মাসে।

বরাবরের মতো এবারও অন্যতম ফেভারিটের তকমা গায়ে সেঁটে বিশ্বকাপ মঞ্চ মাতাতে যাচ্ছে ব্রাজিল। ষষ্ঠবারের মতো সোনার ট্রফিটা ছুঁয়ে দেখতে মুখিয়ে নেইমাররা। তবে তাদের পোশাক ভাগ্যটা কেমন হয়- তাই দেখার।

ঐতিহ্যগতভাবে হলুদ জার্সি পরে ময়দান কাঁপান ব্রাজিলিয়ান ফুটবলাররা। এবারও তার ব্যত্যয় ঘটছে না। তবে রঙে কিছুটা পরিবর্তন এসেছে। হালকার পরিবর্তে নেইমার-কুতিনহোদের জার্সিটি হচ্ছে গাড় হলুদ। রয়েছে হালকা দাগ টানা, তবে নেই কলার।

ফুটি হেডলাইনস ডটকমের বরাত দিয়ে দ্য সান ও মিরর অনলাইন জানাচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা, পেরু ও ইংল্যান্ডের জার্সির আদলে তৈরি করা হয়েছে জার্সিটি। এতে রয়েছে সবুজের ছায়া। আছে সেই বিখ্যাত পাঁচটি তারকার নিচে ব্রাজিলের ব্যাজ। এটি জনসমক্ষে আসবে মার্চে।

ব্রাজিলের এবারের জার্সির নাম দেয়া হয়েছে ‘মিডওয়েস্ট গোল্ড’। ১৯৮০ সালের দলকে সম্মান জানাতে এ নাম বেছে নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় এ রকমই জার্সি পরে ওই আসরে মাঠ মাতিয়েছিলেন কিংবদন্তি সক্রেটিস।

এবার ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের পর্দা উঠবে আগামী ১৪ জুন। যেখানে বিশ্বের ৩২টি দেশ যুদ্ধে নামবে একটি ট্রফির জন্য।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর