পিএসএলে মূলতানের বিপক্ষে সাকিব-তামিমদের শক্তিশালী একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৬:৩৭ পিএম
পিএসএলে মূলতানের বিপক্ষে সাকিব-তামিমদের শক্তিশালী একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে গড়া হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল)। আর একদিন পরই অর্থাৎ ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে পাকিস্তানের হাইভোল্টেজ টুর্নামেন্টটি। গত দু’বারের তুলনায় এবারের আসরটিতে সর্বোচ্চ সংখ্যক বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছে। তাই আশা করা যাচ্ছে এবারে রোমাঞ্চের মাত্রাটা একটু বেশিই হবে। 

এদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচে মূলতান সুলতানের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তামিমদের পেশওয়ার জালমি। ২২ ফেব্রুয়ারি ড্যারেন স্যামির নেতৃত্বে মাঠে নামবে দলটি।  তবে দুঃখজনক ব্যাপার হল, এঙ্কেল ইনজুরির কারণে প্রথম ম্যাচে দেখা যাবে না পাকিস্তানের পেসার হাসান আলীকে। তার পরির্বতে দলে ঢুকবেন অলরাউন্ডার উমিদ আসিফ।  এছাড়া ইভিন লুইসের বদলে দলে নেয়া হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যান রিকি ওয়েসলেসকে।  

ইনজুরির কারণে পিএসলের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের থাকাটা অনেকটা অনিশ্চিত। কারণ সামনে নিজের দেশের খেলা। তাই এতবড় ঝুঁকি নেবেন না তিনি। 

টুর্নামেন্টের তৃতীয় আসরে পেশওয়ার জালমির ওপেনিংয়ে দেখা যাবে টাইগার ওপেনার তামিম ইকবালকে। তার সঙ্গী হওয়ার কথা ছিল ইভিন লুইসের। কিন্তু ব্যক্তিগত কারণে লুইসের অনুপস্থিতে কাউন্টি মাতানো রিকিই জালমির ভরসা। 

সম্ভাব্য একাদশ: রিকি, তামিম ইকবাল, কামরান আকমল, আন্দ্রে প্লেচার, ড্যারেন স্যামি, সাদ নাসিম, মোহাম্মদ হাফিজ, হাম্মদ আজম, ওহাব রিয়াজ, আসিফ, মোহাম্মদ আসগর।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর