ক্রিকেটের সব সংস্করণেই ৫ উইকেট নিয়েছেন যারা


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১০:৩৩ এএম
ক্রিকেটের সব সংস্করণেই ৫ উইকেট নিয়েছেন যারা

চলমান টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সাথে ৫ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। আর তাতেই প্রথম ভারতীয় বোলার হিসেবে ক্রিকেটের ৩ সংস্করণেই ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। রোববার জোহানেসবার্গে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়েছে ২৮ বছর বয়সী এ পেসার। ফলে তিনি ভারতীয় প্রথম ও বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে ক্রিকেটে এ কৃতিত্ব অর্জন করলেন।

ভুবনেশ্বরের আগে রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল চেন্নাইয়ে ইংরেজদের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে ২৫ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছিলেন ২০১৭ সালে।

প্রথম ভারতীয় হিসেবে এ সংস্করণে ৫ উইকেট নেন তিনি । প্রথম ভারতীয় পেসার এবং দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই রেকর্ড স্পর্শ করলেন ভুবনেশ্বর৷ ।

সব সংস্করণেই ৫ উইকেট পেয়ে রেকর্ড গড়েন প্রথম বোলার হিসেবে পাকিস্তানের ওমর গুল। তিনি ২০০৯ সালে ৩ ফরম্যাটেই ৫ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন। এরপর ২০১১ সালে দ্বিতীয় বোলার হিসেবে ৩ ফরম্যাটেই ৫ উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি। এ তালিকায় তৃতীয় স্থানে আছেন অজন্তা মেন্ডিস ২০১১ সালে। আরেক লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা ২০১২ সালে চতুর্থ বোলার হিসেবে তালিকায় নাম লেখান। আর ২০১৭ সালে তালিকায় পঞ্চম বোলার হিসেবে নাম লেখান দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।

গোনিউজ২৪২/এএস

খেলা বিভাগের আরো খবর