তবু মেসির চেয়ে রোনালদো এগিয়ে!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৮:৫২ পিএম
তবু মেসির চেয়ে রোনালদো এগিয়ে!

ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কথায় আছে, হাতি গর্তে পড়লে পিঁপড়াও খোঁচা মেরে কথা বলে। তেমনটাই ঘটেছে রোনালদোর বেলায়ও। দলের দুর্দিনে কাছের জনদের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা সেখানে উল্টো পেতে হচ্ছে খোঁচা।

কিন্তু সমালোচনা আর খোঁচা যাই দেন না কেন পরিসংখ্যান বলছে চলতি মৌসুমে গোল গড়ে মেসির চেয়ে এগিয়ে রোনালদো। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ২৬টি গোল করেছেন রোনালদো। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে তার গোলসংখ্যা ০.৮৬। অন্যদিকে ৩৮ ম্যাচে ২৭ গোল করেছেন মেসি।  অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ০.৭১ গোল আর্জেন্টাইন তারকার।

এদিকে বাস্তবতা বলছে চলতি লা লিগায় রিয়াল মাদ্রিদের অবস্থান অনেক পেছনে। রোনালদো তবে সেখানে গোল পাননি- ধরেই নিয়েছেন সবাই। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, এই লিগেও মেসির থেকে খুব বেশি পিছিয়ে নেই রোনালদো। প্রতি ম্যাচে মেসি গোল করেছেন ০.৮৩ গড়ে, রোনালদোর গোলগড় ০.৮১।

আর চ্যাম্পিয়ন্স লিগের হিসেব করলে তো রোনালদো এগিয়ে থাকবেন আরও বেশি। এই টুর্নামেন্টে চলতি মৌসুমে সাত ম্যাচে ১১ গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে তিনি করেছেন ১.৫৭টি গোল।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর