সাফল্যের পরও অতীত ভুলতে পারছে না শ্রীলঙ্কা


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১০:৩১ পিএম
সাফল্যের পরও অতীত ভুলতে পারছে না শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন শ্রীলঙ্কার অধিনায়ক আঞ্জিলো ম্যাথুউস। এরপর পুরো সফরে অনুপস্থিত ছিলেন তিনি। তার অবর্তমানে দলের দায়িত্ব পালন করেন দীনেশ চান্দিমাল। সুন্দর ক্যাপ্টেন্সির মাধ্যমে ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট জয় করেন তিনি। এর পর সর্বশেষ অর্থাৎ সফরের শেষ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে জেতান দলকে।  

নতুন বছরের শুরুতে দলের এমন পারফর্মে বেশ খুশি চান্দিমাল। সফরের শেষ ম্যাচটা রাঙাতে পারায় ধন্যবাদ জানান সবাকে। বলেছেন, ‘শ্রীলঙ্কার দলটি একটি পরিবারের মতো। নবীণ-প্রবীনে সমৃদ্ধ দলটি একে অন্যের সহযোগী। আমাদের উন্নতির মূল রহস্য কিন্তু এটাই।’

এসময় প্রশংসায় ভাসান দলের দুই সিনিয়র ও পারফর্মরা ক্রিকেটারের। বলেছেন, ‘পেরেরা দুর্দান্তভাবে ফিরেছে। কুশল মেন্ডিস ব্যাট হাতে ভালোভাবে সাহায্য করেছে।’ 

নিজেদের প্রথম দুই ম্যাচের ব্যর্থার স্মৃতি তুলে ধরে চান্দিমাল বলেন, ‘সত্যি কথা বলতে কি এটি আমাদের জন্য অসাধারণ সফর ছিল। যদিও সফরের প্রথম দুই ওয়ানডে ম্যাচে আমরা হেরেছি। তারপর আমরা নিজেদের ওভারকাম করতে পেরেছি। ’
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর