দ.আফ্রিকাকে পাহাড়সম লক্ষ্য দিল ভারত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৮:১৩ পিএম
দ.আফ্রিকাকে পাহাড়সম লক্ষ্য দিল ভারত

দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে বাজেভাবে হারানোর পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও দুরন্ত কোহলিরা। রবিবার (১৮ ফেব্রয়ারি) আফ্রিকার জোহান্সবার্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ খেলে কোহলির দল।

প্রথমে টসে জিতে ভারতীয় অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। ৯ বলে ২১ রানে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা৷ উইকেট কিপার ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুম্বইকর, নবাগত ডালার বাউন্সার সামলাতে না পেরে থার্ড ম্যানের দিকে আপার কাট মারতে গিয়ে আউট রোহিত। এর পর শিখর ধাওয়ানের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় লক্ষের দিকে এগিয়ে যায় ভারত। ফলে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে সফরকারীরা। এতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন ডালার। এছাড়া ১টি করে উইকেট নেন অ্যান্ডিল ফেহলাকওয়াই, ক্রিস মরিস ও তাব্রাইজ শামসী।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর