শ্রীলঙ্কার টার্গেট ভারতীয় ক্রিকেটার


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০১:০১ পিএম
শ্রীলঙ্কার টার্গেট ভারতীয় ক্রিকেটার

আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে আইপিএলে, বিপিএলের আদলে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। গত ১৬ ফেব্রুয়ারী শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে আগামি আগস্টে ১৮ তারিখ থেকে ১০ সেপ্টেম্বর পর্যণ্ত চলবে এলপিএল।

এদিকে সমৃদ্ধ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই তাদের ক্রিকেটারদের পৃথিবীর কোন ধরনের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগে খেলার অনুমোদন দেয় না। তবে লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) আশা ভারতীয়রা এই নীতি থেকে বেড়িয়ে এসে ধোনি, কোহলিদের এলপিএল খেলতে দিবেন। 

এসএলসি থেকে জানানো হয়,‘বিসিসিআইয়ের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো।তারা সবসময় আমাদের সহযোগিতা করেছে। আশা করি এলপিএলকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য তারা আমাদের সাহায্য করবে।’

লঙ্কান বোর্ড আরও জানায়,‘ এমনকি যদি আমরা শীর্ষস্থানীয় ভারতীয় খেলোয়াড়দেরকে আকৃষ্ট করতে না পারি, তবে মাঝারি মানের ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ করবে আশা করছি।’

লঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপাতি থিলাঙ্গা সুমাইথীপলা বলেন,‘শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নতির জন্য একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্ণামেন্ট আয়োজন করা উচিৎ। কয়েক বছর আগে আমরা ‘শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ’এর আয়োজন করেছিলাম কিন্তু সেটি আলোর মুখ দেখেনি।এই অঞ্চলে, আমরা একমাত্র দেশ যে একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে না। আমরা অতীতের ভুলগুলি পুনরাবৃত্তি করতে চাই না। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সত্যিকারের স্পনসর আসছে।’
গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর