মেসিকে থামাতে লাগবে ১১জন!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৬:১৯ পিএম
মেসিকে থামাতে লাগবে  ১১জন!

এগিয়ে আসছে বার্সেলোনা-চেলসির লড়াইয়ের ক্ষণ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি স্প্যানিশ ও ইংলিশ জায়ান্টরা। সেই মহারণে যে জিতবে কোয়ার্টারে যাওয়ার পথে তারাই এগিয়ে যাবে। ম্যাচটিতে জিততে চায় ব্লুজরা। এই জন্য যে প্রতিপক্ষের লিওনেল মেসিকে আটকাতে হবে। তাকে আটকানোর কৌশলও বলে দিলেন চেলসি গোলরক্ষক উইলি কাভালেরোওর।

মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে হয়তো খেলা হবে না উইলি কাভালেরোওর। সাইড বেঞ্চে বসে তাকে সেই যুদ্ধ দেখতে হবে। তিনি নিজে একজন আর্জেন্টাইন। তাই মেসিকে খুব কাছ থেকে দেখেছেন গোলবারের এই অতন্দ্র প্রহরী। বললেন, ‘মেসি অবিশ্বাস্য। তার সম্পর্কে আগে থেকে কিছু বলা সম্ভব নয়। আপনারা যখন টিভিতে খেলে দেখেন তখন প্রায়ই ধারাভাষ্যকাররা তা বলে থাকেন। মানুষ যেমনটা কল্পনা করে, তার চেয়েও বিধ্বংসী সে। তাই জিততে হলে তাকে আটকাতে হবে।’

এফএ কাপের পঞ্চম রাউন্ডে হাল সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ওই ম্যাচে কয়েকটি দারুণ সেভ করার পাশাপাশি একটি পেনাল্টিও রুখে দেন কাভালেরোওর। অথচ ইউরোপ সেরার প্রতিযোগিতার অন্যতম সেরা লড়াইয়ে থাকছেন না তিনি। 

উইলি বলেন, ‘মেসিকে আটকানো কঠিন। কেবলমাত্র গোলরক্ষকের পক্ষে একা সম্ভব না মেসিকে থামানো।  তবে তাকে থামানোও সম্ভব। এই জন্য দলের ১১ জনকে খাটতে হবে। সেই ম্যাচ নিয়ে কোচকে ( আন্তোনিও কন্তে) সুনিপুণ পরিকল্পনা আঁটতে হবে। বার্সায় খেলার অভিজ্ঞতা আছে পেড্রো ও সেস্ক ফ্যাব্রিয়াসের। ম্যাজিসিয়ানকে আটকাতে তাদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তবে কাতালানদের খেলার ধরণ নিয়ে অতিরিক্ত মাত্রায় আলোচনার দরকার নেই।’

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে আটকাতে নিজের ভূমিকা নিয়ে ৩৬ বছর বয়সী গোলরক্ষক বলেন, ‘ওই ম্যাচে আমি সাইড বেঞ্চে থাকব। বার্সাকে হারাতে নিজেও ভূমিকা পালন করব। সেখান থেকেই বার্সাকে হারানোর কৌশল সতীর্থদের স্মরণ করিয়ে দেব।’

তবে পূর্ব অভিজ্ঞতা থাকায় হয়তো তাকেই বার্সার বিপক্ষে মাঠে নামিয়ে দিতে পারেন চেলসি কোচ অ্যান্থনিও কন্তে।
 

গোনিউজ২৪/এএস 

খেলা বিভাগের আরো খবর