আইপিএল, বিপিএল, সিপিএলের পর এবার এলপিএল


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৩:৩৬ পিএম
আইপিএল, বিপিএল, সিপিএলের পর এবার এলপিএল

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাদের ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) জন্য নির্ধারিত তারিখ ঠিক করেছেন। তবে একই সময়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ডের টি-২০ ব্লাস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তাই বিদেশী ক্রিকেটার পাওয়ার সম্ভাবনা কম তাদের। 

আগামি ১৮ আগস্ট এবং ১০ই সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এলপিএল। এদিকে ৮ই আগষ্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। এলপিএলে উদ্বোধনী আসরে থাকবে ছয়টি দল।

আইপিএলের একাদশ আসরে প্রায় দুই মাস সময় লাগবে। সাউদ-হ্যাম্পশেয়ার টি-২০ লীগের খেলা হবে ডিসেম্বর থেকে জানুয়ারিতে। শ্রীলংকার বোর্ড একটি ব্যস্ত সময়সূচীর মধ্যে পড়েছে। তাই আগামি আগস্ট-সেপ্টেম্বর তাদের জন্যি এই টুর্ণামেন্ট আয়োজনের তুলনামুলক ভালো সময় হতে পারে। 

এসএলসির টার্গেট নিউজিল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকে খেলোয়াড় পাওয়ার। এই দলগুলোর সেই সময় খেলা কম। পাকিস্তান খেলোয়াড়রাও একটি বিকল্প হতে পারে।খেলোয়াড়দের দলে ভেড়াতে এলপিএলের সংগ্রাম করা লাগতে পারে। 

তবুও এমন একটি টুর্ণামেন্ট অয়োজন শ্রীলংকান টি-২০ ক্রিকেটের স্থানীয় খেলোয়াড়রা অবশ্যই স্বাগত জানাবে।   এসএলসি চাইছে যেভাবেই হোক টুর্নামেন্টটি প্রথম সংস্করণ তারা সুন্দরভাবে শুরু হোক।যা  ক্রিকেটের জন্যই মঙ্গল।
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর