কিংবদন্তি ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন তরুণ মুজিব


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০১:৪৫ পিএম
কিংবদন্তি ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন তরুণ মুজিব

১৯৯০ সালের ২৯শে এপ্রিল মাত্র ১৮ বছর ১৬৪ দিন বয়সে যখন পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিস শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রান খরচায় ৬ উইকেট শিকার করেছিলেন সেদিন থেকে ইতিহাসের পাতায় নাম লেখা হয় ওয়াকারের। গত ২৮ বছর যা অক্ষত ছিল।ওয়াকারের এই রেকর্ড ভাঙ্গা সম্ভব। তবে কারো ভাবনায় হয়তো ছিল কি আফগানিস্তানের কোন প্লেয়ার কিংবদন্তির রকের্ড ভাঙ্গবে। 

কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সেটা করে দেখালো একুশ শতকে জন্ম নেওয়া মুজিবুর রহমান।মাত্র ১৬ বছর ৩২৫ দিন বয়সে তিনি ওয়াকারের রেকর্ড ভাঙ্গেন। তার রেকর্ড গড়ার দিনে আফগানরা পায় ১০ উইকেটের বিশাল জয়। মুজিব উর রহমানের ৫০ রানে পাঁচ উইকেটের সুবাদেই জিম্বাবোয়েকে চতুর্থ একদিনের ম্যাচে হারিয়ে সিরিজের দখল নেয় আফগানিস্তান।যার ফলে শারজাতে গতকাল পাঁচ ম্যাচের সিরিজে রশিদ-নবীরা এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

কাকতলীয় হলেও সত্যি সেই শারজাতেই ভাঙল কিংবদন্তি পাক পেসার ওয়াকার ইউনিসের ২৮ বছর আগে গড়া রেকর্ড। একুশ শতকে জন্ম নেওয়া একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় মুজিবের।ইতিমধ্যে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। মাত্র ১৬ বছর বয়সী মুজিবকে আইপিএল নিলামে ৪ কোটি টাকার বিশাল অঙ্কে তাঁকে কিনে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব৷ 

সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তির তালিকার শীর্ষ দশে বাংলাদেশিই তিনজন। ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৬১ দিন বয়সে ৫ উইকেট নিয়েছিলেন আফতাব আহমেদ। ওয়ানডেতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটা এখনো তাঁর দখলে। এরপরই রয়েছেন তাসকিন আহমেদ। ১৯ বছর ৭৫ দিন বয়সে তাসকিন ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন ২০১৪ সালে। বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান ১৯ বছর ২৮৫ দিন বয়সে নিয়েছেন পাঁচ উইকেট। 
গোনিউজ/টিআই

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর