নেইমারকে কটাক্ষ করে যা বললেন কাসাগ্রান্দে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৭:০৮ পিএম
নেইমারকে কটাক্ষ করে যা বললেন কাসাগ্রান্দে

ভালোবাসা দিবসে রোনালদো জোড়া গোলে ক্ষতবিক্ষত পিএসজির খেলোয়াড় এবং ভক্তদের হৃদয়। তাদের কাটা ঘা না শুকাতে এর মধ্যে আবার কাটা ঘায়ে নূনের ছিটা দিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার ওয়াল্টার কাসাগ্রান্দে। নেইমারকে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মানের নয় বলে মনে করেন ব্রাজিলের সাবেক ফুটবলার ওয়াল্তার কাসাগ্রান্দে।

গত বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর প্রথম লেগে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হারে পিএসজি। ম্যাচটিতে দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের খেলা মনে ধরেনি কাসাগ্রান্দের।

গত গ্রীষ্মের ট্রান্সফার মার্কেটে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজি কিনে নেয় নেইমারকে। উদ্দেশ্য একটাই চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তোলা। কিন্তু প্রথম মিশনেই ইতোমধ্যে তারা পিছিয়ে পড়েছে।

এরপরই তোপ দাগালেন কাসাগ্রান্দে। তিনি নেইমার কে উদ্দেশ্য করে বলেন, আমরা একটা দানব তৈরি করছি, অনেকেই যাকে জিনিয়াস বলে।  

তিনি আরো বলেন, ‘অধিকাংশ সমর্থক এবং গণমাধ্যম এখনও নেইমারের পিঠ চাপড়ে দিচ্ছে দেখে আমি বিরক্ত। সে এরই মধ্যে দলের ভেতরে অসঙ্গত আচরণ দেখিয়েছে। রিয়ালের বিপক্ষে সে প্রথমার্ধে একটা হলুদ কার্ড পেয়েছিল এবং দ্বিতীয়ার্ধে সে মাঠ ছাড়া হতে পারত।’

পাশাপাশি আরো যোগ করেন, ‘মেসি, দিয়েগো মারাদোনা বা ক্রিস্তিয়ানো রোনালদোর মতো যে কোনো মুহূর্তে ম্যাচ জয়ের মান নেইমারের নেই।’

রাশিয়া বিশ্বকাপে নেইমার এমন খেললে তা ব্রাজিলের জন্য ক্ষতিকর হবে বলেও জানান দেশটির হয়ে ১৯ ম্যাচ খেলা কাসাগ্রান্দে।

‘সে যদি বিশ্বকাপেও এ রকম করে, তাহলে সেটা ব্রাজিলের জন্য বিপর্যয়কর হবে। আমরা একটা দানব তৈরি করছি, অনেকেই যাকে জিনিয়াস মনে করে।’

গোনিউজ২৪/এএস

 

 

খেলা বিভাগের আরো খবর