‘প্যারিসে ঘুরে দাঁড়াবে পিএসজি’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৮, ০৮:৫৯ এএম
‘প্যারিসে ঘুরে দাঁড়াবে পিএসজি’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পিএসজি বনাম রিয়ালের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে পিএসজিকে উড়িয়ে দিয়ে ৩-১ গোলের জয় পায় রিয়াল। সান্তিয়াগো বের্নাবুতে পিছিয়ে পরেও শেষ পযর্ন্ত পিএসজি হজম করতে হয়েছে আরও তিনটি গোল। জোড়া গোল পেয়েছে রোনালদো।

তবে এখনি পিএসজির সব আশা শেষ হয়ে যায়নি। ফিরতি লেগে আগামী ৬ই মার্চে প্যারিসে আতিথেয়তা পাবেন জিদানের শীর্ষরা।সেরা আট নিশ্চিত করতে হলে নেইমার সেই ম্যাচে কমপক্ষে ২ গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। অর্থাৎ, ৩-১ বা ২-০তে জিতলেও চ্যাপিয়ন্স লিগে টিকে থাকবে উনাই এমেরির শীর্ষরা। সেই সাথে বিাদয় ঘন্টা বেজে যাবে রিয়ালের। 

পিএসজি তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার মনে করেন,‘এখানে কোন কিছুর সমাপ্তি ঘটেনি। আমাদের মাঠে, আমাদের সমর্থকদের সামনে একটা ম্যাচ আছে।যেটা খুব কঠিন হবে মাদ্রিদের জন্য।আমি আশাবাদী আমরা পারবো।’

উল্লেখ্য, সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে শেষ যোলোতে স্পানিশ জায়ন্ট বার্সেলোনার বিপক্ষে ৪-০তে এগিয়ে থেকেও দ্বিতীয় লেগে ৬-১ ব্যবধানে হেরে বিদায় নেয় পিএসজি।সেবার বার্সার হয়ে প্রতিনিধত্ব করেন নেইমার। এবার মুখোমুখি রিয়ালের। পারবে কি পিএসজি? নাকি আবারো স্পানিশ জায়ন্টদের বিপক্ষে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেবে? সব প্রশ্নে সমাধান হবে ৬ই মার্চে।
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর