সাদিওর হ্যাটট্রিকে বিধ্বস্ত পোর্তে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০১৮, ০৯:৫২ এএম
সাদিওর হ্যাটট্রিকে বিধ্বস্ত পোর্তে

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দুরন্ত ফর্ম বজায় রাখল লিভারপুল। প্রথম পর্বের প্রি-কোয়ার্টারে এফসি পোর্তোকে তাদের ঘরের মাঠে ৫-০ গোলে হারিয়ে লিভারপুল। আর প্রতিপক্ষের মাঠে এমন দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

লিভারপুলের হয়ে হ্যাটট্রিক করেন সাদিও মান। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার প্রথম হ্যাটট্রিক। অপর গোল দু’টি আসে সালাহ ও রবার্তোর পা থেকে।

শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকা লিভারপুল নিজেদের প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৫ মিনিটে। এসময় জর্জিনিয়ো ভিলালডামের পাস থেকে পোর্তোর জালে বল পাঠান সাদিও মানে।

এরপর ২৯ মিনিটে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন সালাহ। মিলনারের শট পোস্টে প্রতিহত হয়ে ফেরার সময় সালাহ তা পুনরায় পোর্তোর জালে ঠেলে দেন।

প্রথমার্ধের খেলা শেষ হয় ২-০ গোলে৷ দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে লিভারপুল৷ ৫৩ মিনিটে সাদিও নিজের দ্বিতীয় ও ম্যাচে দলের হয়ে তৃতীয় গোল করেন। ৬৯ মিনিটে মিলনারের পাস থেকে লিভারপুলের ব্যবধান বাড়িয়ে ৪-০ করেন রবার্তো ফিরমিনো। ৮৫ মিনিটে ড্যানি ইঙ্গসের পাস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাদিও।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত সর্বাধিক ২৮টি গোল করেছে লিভারপুল৷। ঘরের মাঠে দ্বিতীয় পর্বের প্রি-কোয়ার্টারে আলাদা করে নজর না কাড়লেও লিভারপুলের কাছ থেকে শেষ আটের টিকিট ছিনিয়ে নেওয়া প্রায় অসম্ভব পোর্তোর পক্ষে।
গোনিউজ২৪/এএস
 

 

 

 

 


   

   

 

খেলা বিভাগের আরো খবর