বার্সার হয়ে খেলতে আগ্রহী ডি মারিয়া


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৯:৪৬ পিএম
বার্সার হয়ে খেলতে আগ্রহী ডি মারিয়া

একসময় রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন চার মৌসুম। এখন যদি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় নাম লেখাতে চান, তাহলে বেশ সরগরম হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবল অঙ্গন। তবে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্য সেসব হৈ-হট্টগোলের কথা মাথাতেই রাখতে চান না। বার্সেলোনা যদি তাকে ন্যু ক্যাম্পে যাওয়ার প্রস্তাব দেয়, তাহলে কি রাজি হয়ে যাবেন ডি মারিয়া? এমন প্রশ্নে তিনি হ্যাঁ সূচক উত্তরই দিয়েছেন।

বুধবার বাংলাদেশ সময় রাত ১.৪৫ মিনিটে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে ডি মারিয়ার দল পিএসজি।

রিয়াল ছাড়ার আগে ডি মারিয়া ছিলেন ক্লাবটির অপরিহার্য সদস্য। রোনালদো-বেনজেমাদের সাথী করে জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা।

সে সম্পর্কে ডি মারিয়া বলেন, ‘রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। সত্যি বলতে, বার্সার হয়ে খেলতে আমি কোনো সমস্যা দেখি না।’

২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডি মারিয়া ছিলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের অন্যতম প্রধান তারকা। কিন্তু ক্লাব ছেড়ে যাওয়ার সময়টা খুব একটা সুখকর ছিল না ডি মারিয়ার জন্য। ২০১৪ সালের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সময় তিনি বেশ বাধার মুখে পড়েছিলেন রিয়ালের অতি রক্ষণশীলতার কারণে। রিয়াল মাদ্রিদ, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়ে সতর্ক করেছিল যে যদি বিশ্বকাপে ডি মারিয়া ইনজুরিতে পড়েন, তাহলে এর জন্য জাতীয় দল দায়ী থাকবে। এ ঘটনার পরপরই রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মারিয়া। সে সময়ের স্মৃতি স্মরণ করে তিনি বলেছেন, ‘এই চিঠি দেখার পর আমি ঝামেলায় পড়ে যাই এবং তখনই দল ছেড়ে দিই।’

পুরনো ক্লাবের মুখোমুখি হওয়ার আগে স্মৃতি হয়ত মনে পড়ছে, তবে কোন শ্রদ্ধাই ঝরল না মারিয়ার। জানালেন প্রয়োজনে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার জার্সি গায়ে খেলতে আপত্তি নেই তার, ‘রিয়ালের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। কারণ সেখানে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছিল। শুনতে কঠিন লাগলেও সত্যি বলছি, বার্সার হয়ে খেলতে আমার এখন কোন কষ্টই হবে না।’
গোনিউজ২৪/এএস

 

 

খেলা বিভাগের আরো খবর