পাকিস্তান-জিম্বাবুয়ের সিরিজ নিয়ে শঙ্কা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০৪:২২ পিএম
পাকিস্তান-জিম্বাবুয়ের সিরিজ নিয়ে শঙ্কা

আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগকে (পিএসএল) কেন্দ্রকরে দারুণ ব্যস্ত সময় অতিক্রম করবে পাকিস্তানি ক্রিকেটাররা। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল, যা চলবে ২৩ মার্চ পর্যন্ত। এর পরই চলবে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজে খেলবে সরফরাজ বাহিনী। এর পরপরই রয়েছ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেয়ার কথা রয়েছে। যদিও এই মুহূর্তে জিম্বাবুয়ে সফর নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে।

জুনে তিন ধরনের ফর্মেটেই পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর কথা ছিল জিম্বাবুয়ের। একইসাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়ারও জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের। যদিও সিরিজগুলো সূচি এখনো চূড়ান্ত হয়নি।
জিম্বাবুয়ের মাঠে আন্তর্জাতিক সিরিজগুলো আয়োজনে আর্থিক সংকট দেখা দিয়েছে। যে কোন দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সবসময়ই ব্যয়বহুল। সফরকারী দলগুলোর জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্টের দরকার হয়। যদিও এর মাধ্যমে বেশ বড় অঙ্কের রাজস্ব আয় হয়।
 
তাই জিম্বাবুয়ে ক্রিকেট এখন চেষ্টা করছে উভয় দেশের সাথে আলোচনা করে দিপাক্ষিক নয় বরং ত্রিদেশীয় সিরিজ আয়োজনের। কিন্তু সেখানেও অর্থের প্রয়োজন রয়েছে।
 

জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থপনা পরিচালক ফয়সাল হাসনাইন বলেছেন, আর্থিকভাবে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি আয়োজন কঠিন হয়ে পড়েছে। কারণ আমরা টিভি স্বত্ত থেকে তেমন কিছুই পাইনা।এরকম সিরিজের আয়োজন করলে দেখা যায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়।

উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচগুলো আগামী মাসে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর