পরিসংখ্যানের পাতায় পিএসজি-রিয়াল,কে এগিয়ে?


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ০২:৩১ পিএম
পরিসংখ্যানের পাতায় পিএসজি-রিয়াল,কে এগিয়ে?

শুধুমাত্র একজন ব্যাক্তির কারনেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচটি এত আলোচিত। ব্যাক্তিটি কে হয়তো ভাবছেন? তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাবেক বার্সা তারকা পিএসজি। আর প্রতিপক্ষ যখন রিয়াল মাদ্রিদ তখন তো আর কথাই নেই। সেখানে আছে আরেক বিশ্ব তারকা পাঁচ বারের ব্যালেন ডি‘অর জয়ী রোনালদো।

অনেকে হয়তো ভাবছেন সেই একজন নেইমার কেন, রোনালদো নয় কেন? কারন একটাই পিএসজি আলোচনায় এসেছে নেইমারের জন্য। ম্যাচটি এতো আলোচিত নেইমারের জন্য। কারন মুখোমুখি নেইমার-রোনালদো।

এক নজরে দেখে নেওয়া যাক হাইভোল্টেজ এই ম্যাচের আগে পরিসংখ্যানের পাতায় কে এগিয়ে।

বর্তমান উয়েফা র‌্যাঙ্কিং:- রিয়াল মাদ্রিদ ১ নম্বরে অন্যদিকে নেইমারের পিএসজি আছে ৬ নম্বরে। 

হেড টু হেড: ৬ ম্যাচ। রিয়ালের ২ জয়ের বিপরীতে পিএসজির ২ জয়। দুটি ম্যাচ ড্র হয়।অর্থাৎ সমানে সমান।

গোল:সর্বোচ্চ ১০ গোল করেন পিএসজি। সেখানে ৭ গোল রোনালদোর রিয়ালের।

বড় ব্যবধানে জয়:এখানেও এগিয়ে নেইমারের পিএসজি। পিএসজি ৪-১। রিয়াল ৩-১ ব্যবধানে।

এগিয়ে যাওয়ার মিশনে মহারনের ম্যাচে আর মাত্র ১১ ঘন্টা পরে মাঠে নামবে দু‘দল।  
গেনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর