দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১২:২৮ পিএম
দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৫ বছর পর প্রথম সিরিজ জয়ের আনন্দ। সেই সাথে আরও এক সুসংবাদ পেল ভারত। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করে নিলো ভারত। 

১১৯ পয়েণ্ট নিয়ে সিরিজ শুরু করা ভারত ইতিমধ্যে পাঁচ ম্যাচ শেষ ৪-১ ব্যবধানে এগিয়ে। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা প্রোটিয়াদের হটিয়ে ১২২ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে টপে উঠে ভারত। ১১৮ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আফ্রিকা। অন্যদিকে ১২১ পয়েণ্ট নিয়ে টেষ্ট র‌্যাঙ্কিংয়েও সবার উপরে বিরাট কোহলির দল।৬ পয়েণ্ট কমে টেস্টেও দু’নম্বর স্থানে রয়েছে প্রোটিয়ারা।

মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকাকে ৭৩ রানে হারিয়ে ৬ ম্যাচের একদিনের সিরিজে ৪–১ এগিয়ে ভারত। সেঞ্চুরিয়ানে সিরিজের শেষ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে ভারত। এই নিয়ে পাঁচবার একদিনের ক্রিকেটে শীর্ষস্থান দখল করল ভারত। শেষবার শীর্ষস্থান দখল করেছিল ২০১৭’র অক্টোবরে।একদিনের ক্রিকেটে ৯০ পয়েণ্ট নিয়ে বাংলাদেশর অবস্থান সপ্তম। আর ৮৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে শ্রীলঙ্কা। 

টি-২০ র‌্যাঙ্কিংয়ে ১২৬ পয়েণ্ট নিয়ে সবার উপরে পাকিস্তান। ১২১ নিয়ে তৃতীয় অবস্থানে ভারত।
গেনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর