নতুনদের মধ্যে যে ২ জনকে খেলানোর যুক্তি তামিমের


স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৭:৫০ পিএম
নতুনদের মধ্যে যে ২ জনকে খেলানোর যুক্তি তামিমের

দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ১৫ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। তবে তার আগে নিজেদের অবস্থান সম্পর্কে কথা বলেন টাইগার দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অনুশীলনের আগমুর্হুতে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সামনে হাজির হন তামিম। এসময় মিডিয়া নিয়ে টাইগার দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা প্রসঙ্গে নিজের যুক্তি দাঁড় করানো ছাড়াও কথা বলেন স্কোয়াডে ডাক পাওয়া পাঁচ তরুণ সম্পর্কে। 

টি-টোয়েন্টির জন্য টাইগারদের দলে পাঁচ নতুন মুখ সেই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি দুই-তিন জনের নাম বলতে পারি। রাহী লাস্ট দুই বিপিএলে ভালো পারফর্ম করেছে। দুইবারই উইকেটের দিক থেকে সে টপ পারফমার। এরপর আরিফুল হক লাস্ট দুই-তিন বিপিএলে ভালো খেলে যাচ্ছে। আমার কাছে মনে হয় ও ভালো শর্ট খেলে। আমার কাছে মনে হয় না যে এই দুইটা ম্যাচ দেখে ওকে বিচার করা উচিত। আশা করবো প্রথম ম্যাচ থেকে ও নিজের একটা অবস্থান তৈরি করবে।’
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর