সুজনের কথায় সমর্থন দিলেন না তামিম


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৬:২৮ পিএম
সুজনের কথায় সমর্থন দিলেন না তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিকাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গতকাল (সোমবার) মিডিয়াকে এক হাত নিলেন। সুজন বলেন,‘‘আমার পিছে যদি কেউ লেগে থাকে আমি ভালো করলেও কোনদিনও ভালো হবে না। আমি সুজন এতকিছু করছি কোনো দিন শুনি নাই ভালো কিছু করছি। খারাপই করছি। সোশাল মিডিয়ার কথা বলেন, মিডিয়া বলেন। আমি এও শুনেছি রাস্তায় গেলে আমাকে মারও খেতে হতে পারে। ক্রিকেট খেলার জন্য রাস্তায় গিয়ে মার খেতে হয় এটা খুবই অকওয়ার্ড একটা ব্যাপার।’

তিনি আরও বলেন,‘ ১৯৮৩ সাল থেকে ক্রিকেট খেলছি। ক্রিকেটিয় জ্ঞান আমার কম নয়। এত বছর বাংলাদেশ দলের সাথে থেকে এই পুরষ্কার পেলাম। বাঙ্গালিদের কাজ বাংলাদেশিদের পছন্দ নয়। 

রাগে-ক্ষোভে সুজন বলেন,‘ বাংলাদেশ ক্রিকেটের সাথে আমার কাজ করতে ইচ্ছা কেরছে না। এটা একটা নোংরা পরিবেশ। ’

গণমাধ্যমের সমালোচনা করে সুজন বলেন,‘আমর মনে হয় মিডিয়ার কারনেই বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিটা থেমে যাচ্ছে। ’

তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম টি-২০ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল বলেন সম্পূর্ণ উল্টো কথা। জাতীয় দলের ক্রিকেটার বলেন,‘আমারতো মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলে উন্নতির পিছনের গণমাধ্যমের ভূমিকা অনেক। সাংবাদিকরা ক্রিকেটর বন্ধু। মিডিয়া তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করবো। ’
তামিম আরও বলেন,‘সুজন ভাই সেদিন কি বলছে সেটা একমাত্র ওনার ব্যাক্তিগত মতামত। আমি শুধু আমার জায়গা থেকে আমার মতামতম দিলাম।’

তবে সম্প্রতিক সময়ে গণমাধ্যমে যে সমালোচনা একটু  বেশি হচ্ছে সেটা বলতে ভুললেন না তামিম। 

উল্লেখ্য, দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আগমি ১৫ তারিখ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।    
গোনিউজ/টিআই/এআর
 

খেলা বিভাগের আরো খবর