সিরিজে হার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী একাদশ


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৪:৪২ পিএম
সিরিজে হার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী একাদশ

ঘরের মাঠে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে হেরে জয়ের জন্য মরিয়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অবশেষে ৪র্থ ম্যাচে সেই অধরা জয়ের দেখা পায়। বরাবরই দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যর্থ ভারতে এবার তেলে-বেগুনে জ্বলে উঠলেন। প্রথম তিন ম্যাচে পাত্তাই পেল না ড প্লেসির দল। 

সিরিজে টিকে থাকতে হলে মঙ্গলবারে পঞ্চম ম্যাচে জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের। নিয়মিত অধিনায়ক ড প্লেসির ইনজুরির কারনে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে প্রোটিয়াদের নেতৃত্ব দিচ্ছেন তরুণ এডিন মার্করম। 

মঙ্গলবার পোর্ট এলেজাবেদে সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে দিবা-রাত্রির ম্যাচটি। এই ম্যাচে ফেরানো হতে পারে লেগ স্পিনার ইমরান তাহিরকে।  

স্বাগতিকদের সবচেয়ে বড় ভয়ের কারন হতে পারে ভারতের হয়ে ব্যাট হাতে নিয়মিত রানের দেখা পাওয়া দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। এখন পর্যন্ত ৪টি ম্যাচে অংশ নিয়ে ৩৯৩ রান তুলেছেন তিনি। অন্যদিকে ধাওয়ানের ব্যাটেও রানের ফুলঝুরি।  ২৭১ রান তুলেছেন ৪ ম্যাচে।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এডিএন মার্কামর (অধিনায়ক), হাশিম আমলা, জেপি ডুমিনি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেনে (উইকেট কিপার), ক্রিস মরিস, অ্যান্ডিলেফ্লুওয়েওয়েও, কিজিসো রাবাডা, মর্নে মরকেল, ইমরান তাহির/ লুঙ্গি এনগিদি।
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর