দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব


তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০৪:০৬ পিএম
দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সেরা তারকা বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত হলেন।রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর দুদক কার্যালয়ে তিনি চুক্তিস্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন,‘ক্রিকেটার সাকিব বাংলাদেশের গর্ব এবং তরুণমাজের অনুপ্রেরণা। সাকিব তার মেধা ও যোগ্যতা দিয়ে আজ বিশ্বসেরা অলরাউন্ডার। আমাদের দেশের যুবক-যুবতী, কিশোর-কিশোরীরাও যদি তাকে অনুসরণ করে চেষ্টা করে তারাও স্ব-স্ব ক্ষেত্রে বিশ্বসেরা হতে পারবে।’

এ ব্যাপারে মি: অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন,‘দুদকের মতো একটি প্রতিষ্ঠানেরর সাথে কাজ করতে পেরে সত্যিই আমি গর্বিত।আমার প্রচেষ্টায় দেশের একজন মানুষেরও যদি উপকার হয় অথবা একটি দুর্নীতিও যদি প্রতিরোধ করতে পারা যায়, তাহলেই নিজেকে সার্থক মনে করবো।’

সাকিব আরও বলেন,‘ আসুন আমরা সকলে মিলে দেশের দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করবো।’

অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল প্রমুখ।

এরআগে তিনি ইউনিস্কোর শুভেচ্ছাদূত নির্বাচিত হন। 
গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর