রোনালদো বনাম নেইমার: উত্তেজনা তুঙ্গে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০১:৫২ পিএম
রোনালদো বনাম নেইমার: উত্তেজনা তুঙ্গে

মাত্র ৮২ ঘন্টা পরই শুরু হতে যাচ্ছে রোনালদো-নেইমারের যুদ্ধ। বার্নাবুয়ের আকাশে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার রাত ১:৪৫ মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে রিয়াল-পিএসজি। অথচ ম্যাচের আগেই দুই দলের খেলোয়াড়দের খাওয়া দাওয়া যেন বন্ধ। ব্শ্বি মিডিয়া ইতোমধ্যেই তাতে বারুদ ছড়িয়ে দিয়েছে। কারণ লড়াইটা যে নেইমার এবং রোনালদোর।

এক দল প্যারিস শাসন করছে। আরেক দল সব হারিয়ে এখন সুধু চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাকিয়ে। এক দলের অতীতটা সমৃদ্ধ। আরেক দলের প্রচণ্ড টাকার জোর। এমন দুটি দল মুখোমুখি হলে জমজমাট লড়াই হতে বাধ্য। তেমনই পিএসজি-রিয়ালের ম্যাচটা আগুনের স্ফুলিঙ্গ ছড়াবে বলেই আভাস দিচ্ছে।

একসময় রিয়ালের সাথে পিএসজির লড়াই হবে এটা ভাবতে গেলেই খটকা লাগতো। কারণ, রিয়ালের কাছে ধারেও ঘেসতে পারে এমন ক্লাব ছিল সুধুই বার্সা। কিন্তু দিন পাল্টেছে। এখন টাকাই ঠিক করে দিবে, কেমন দল চাই আপনার। ভাবতে পারেন কি এমন আছে পিএসজির, যে কারণে সবাই তাকে সমীহ করতে শুরু করেছে। উত্তরটা ফুটবল প্রেমী সবারই জানা, আর সেটা হলো ব্রাজিলিয়ান নেইমার।

এই চারজন বদলে দিতে পারে ম্যাচের চেহার। ছবি: অনলাইন

গেল বছর বার্সা থেকে পিএসজিতে যোগ দিয়েই ফুটবল বিশ্বের পুরোন সব দলবদলের রেকর্ড ভেঙে দেন ব্রাজিলিয়ান এই রিক্রুট। ভয়টা মূলত তাকে নিয়েই। যার জ্বলে উঠার দিনে ফুটবল বিশ্বের এমন কোন বাঁধ নেই যা দিয়ে তাকে আটকানো যায়। 

এছাড়া, পিএসজিতে রয়েছে এম্বাপে, কাভানি, ডি মারিয়া এবং দানি আলভেজদের মতো তারকারা। যাদের মধ্যে কয়েকজনের রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জিতার অভিজ্ঞতা। তাইতো এতো জল্পনা-কল্পনা তাদের নিয়ে। 

এই জুটিই শেষ করে দিতে পারে পিএসজিকে। ছবি: অনলাইন

এদিকে পিএসজি বর্তমানে ফরাসি লিগ শাসন করছে। আর রিয়াল মাদ্রিদের কোপা দেলরে, স্প্যানিশ লা লিগা সহ কয়েকটি কাপের স্বপ্ন ইতোমধ্যই বার্সার কাছে শেষ হয়ে গেছে। তাই বলতে গেলে চ্যাম্পিয়ন্স লিগই রিয়ালের একমাত্র ভরসা। 

এখন দেখার পালা কি হয় ম্যাচটিকে ঘিরে। উভয় দলের ভক্তদের মধ্যে উত্তেজনা যে এখন চরমে, তা আর বলার অপেক্ষা রাখেনা। উত্তেজনাকে পুরোপুরি রূপ দিতে ভক্তদের আপেক্ষা করতে হবে বুধবার রাত ১:৪৫ পর্যন্ত। 

গোনিউজ২৪/এমএফ  

খেলা বিভাগের আরো খবর