এগুলো কি হচ্ছে বেনজেমার সাথে?


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১০:১৭ পিএম
এগুলো কি হচ্ছে বেনজেমার সাথে?

ফরাসি তারকা খেলোয়াড় করিম বেনজেমার আচার-আচরণ নিয়ে রিয়ালে কোন প্রশ্ন নেই। লস ব্লাঙ্কোসদের সাথে থেকেই তিনি ক্যারিয়ারের ইতি টানতে চান,এটাও স্পষ্ট করে বলেছেন বেনজেমা। যাহোক, ফরাসি এই ফুটবলারের এজেন্ট বলেছেন, গেল ম্যাচে লা করুনার বিপক্ষে জয়ের পর তার সতীর্থরা তাকে নিয়ে যে বাজে শব্দ করেছে তা তিনি আশা করেন না। এটা তার জন্য সত্যিই অসম্মানজনক। 

যদিও চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ইনজুরির সাথে লড়তে ছিলেন। দলের এই কঠিন মুহূর্তে দর্শকদের কাছে বেনজেমা নিজেকে বলির পাঁঠা হিসেবে খুজে পেয়েছেন। তার এজেন্ট এও বলেন, বেনজেমা মাঠে প্রবেশ করার আগেই ভিড়ের মধ্য থেকে বাজে শব্দ করা হয় এতে কষ্ট পেয়েছেন তিনি।

এজেন্ট করিম জাজরি সাথে বেনজেমা

স্প্যানিশ পত্রিকা ‘মার্কার’ সাথে এই বিষয় নিয়ে একটি সাক্ষাতকার দিয়েছেন তার এজেন্ট করিম জাজরি। গোনিউজের পাঠকদের জন্য নিচে তা তুলে ধরা হলো। 
 

কত বছর বয়স থেকে আপনি বেনজেমাকে চেনেন?
‘১৫ বছর বয়স থেকে, যখন সে পেশাদারী ফুটবল শুরু করে।’

রবিবারের ম্যাচের পর তার অবস্থা কেমন ছিল?
‘ওটা আনেক কঠিন সময় ছিল, কিন্তু তিনি যে মানসিক ভাবে অনেক শক্ত তা ছোট বেলা থেকেই দেখিয়ে এসেছেন। যা তার দল রিয়ালের বেলাতেও করেছেন। তিনি ৯ বছর যাবত তার স্বপ্নের ক্লাব রিয়ালে রয়েছেন।’
‘এটা সঠিক ছিলনা, রিয়াল মাদ্রিদের জয়ের দিনে এমন বাজে শব্দ তার শুনতে হলো। তাও আবার যখন সে দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছে। করিম সব সময়ই তার দলের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং যা তিনি তা দেখিয়ে এসেছেন। সুতারং এই রকম একটা ঘটনা তিনি আশা করেন না।’

সে কি আক্রান্ত হয়েছিল?
তা কিভাবে নয়? সে এটা বুঝতেই পারেনি, যা ছিল অসম্মানজনক এবং এটা এমন এক খেলোয়ারের সাথে করা হয়েছে যিনি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকাতে নবম স্থানে রয়েছেন।’
‘বড় এই ক্লাবটির হয়ে এমন কিছু সুন্দর স্মৃতি তার রয়েছে, যা বিশ্ব উপভোগ করেছে।  আপনি যে কাউকে নিয়ে এমন করতে পারেন। কিন্তু এটা কখনই পারেন না,যে তখন পর্যন্ত মাঠেই ছিলনা। এটা সত্যিই ধারণাতীত।’

আপনি কি মনে করেন ওই ঘটনার পর বার্নাব্যুতে কোন পরিবর্তন হবে?
‘আমি জানিনা, কিন্তু রিয়াল যখন জিতেছিল তখন পর্যন্ত সে মাঠে ছিলনা। একজন ফুটবলারের পক্ষে এটা মেনে যায়, যদি সে কোন ভুল করে। কিন্তু একজন ফুটবলারের কাছে এটা মেনে নেওয় খুবই কঠিন যে, ‍তিনি এখানে দীর্ঘ নয় বছর যাবত রয়েছে এবং সে তার দলের জন্য সবকিছুই দিয়েছে।’

যদি কোন পরিবর্তন না হয় তাহলে কি সে রিয়াল ছাড়বে?
‘না,কারণ বেনজেমা মনে করে যারা সত্যিই রিয়ালের ভক্ত তারা তার সাথে আছে। এবং সে নিজেকে আবার প্রমাণ করতে চায়, যেখানে প্রত্যেকের সমর্থন সে আশা করে।’
যখন ক্রিস্টিয়ানো রোনালদো সহজ দুটি গোলের সুযোগ নষ্ট করে তখনও সবাই তার প্রশংসা করেছে, বেল যখন ইনজুরিতে পরে সকলে তাকে সমর্থন জানায়, কেন আপনি ভাবছেন যে, বেনজেমার সাথে ভিন্ন কিছু ঘটেছে?
‘আমি জানিনা, কারণ সে মনে করে রিয়াল মাদ্রিদ ভক্ত এবং সতীর্থরা তাকে সমর্থন করে। আর সে সব সময়ই মাদ্রিদকে ভালোবেসে এসেছে। কিন্তু নতুন ঘটে যাওয়া এই ঘটনাটি বুঝা মুশকিল।’

গোনিউজ২৪/এমএফ
 
 

খেলা বিভাগের আরো খবর