হেরেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ জারভিস


স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০৯:০১ পিএম
হেরেও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ জারভিস

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুই বার মুখোমুখি হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। যার প্রথমটিতে টাইগাররা ৮ উইকেটে জিতেছে। অন্যটিতে অর্থাৎ মঙ্গলবারের (২৩ জানুয়ারি) ম্যাচে ৯১ রানে হেরেছে দলটি। সব মিলিয়ে ৬৯  ওয়ানডেতে ৪১টিতেই টাইগারদের জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ২৮টি।স্বাগতিকদের বিপক্ষে হারের পর চলতি সিরিজ থেকে ছিটকে পড়েছেন মাসকাদজা-ক্রেমাররা।

আর এ নিয়ে ম্যাচ শেষে ক্রেমার বলেছেন, ‘বাংলাদেশি বোলাররা তাদের জয়ের দিনে অনেক ভালো বোলিং করেছে। সে কারণে তাদের অল্প রানে বেধে ফেলেও আমরা জিততে পারিনি। মূলত আমাদের ব্যর্থতার কারণেই হেরেছি আমরা।’ 

এছাড়াও ব্যাট হাতে নিজেদের দূর্বলতাও স্বীকার করেন তিনি। বলেছেন, আসলে ব্যাট হাতে খুব ভালো পারফর্ম করতে পারিনি। 

অন্যদিকে জারভিসের মতো একই বানী শুনালেন অধিনায়ক ক্রেমারও । বলেছেন, আমরা ভালো ব্যাটিং উপহার দিতে পারিনি। যার কারণে অল্প টার্গেটে নেমেও হেরেছি।’

তবে তার দল জিম্বাবুয়ে যে ত্রিদেশীয় সিরিজ উপভোগ করেছে সেটা জানিয়ে গেলেন তিনি।
গোনিউজ২৪/এআর 
 

খেলা বিভাগের আরো খবর