শাস্তি পেয়েও আবার উইকেট নিয়ে কথা বললেন তামিম!


স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০৮:৩৫ পিএম
শাস্তি পেয়েও আবার উইকেট নিয়ে কথা বললেন তামিম!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে কথা বলেছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। ম্যাচটিতে মাশরাফিদের বিপক্ষে জয়ের পর মিরপুরের উইকেটকে স্লো এবং বাজে বলে আখ্যায়িত করেন তিনি। এর জন্য শাস্তিও পেতে হয়েছিল তামিমকে। 

বিপিএলের মতো ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে স্লো উইকেট লক্ষ্য করা গেছে। এমনকি পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলায়ও। রান যেন সোনার হরিণ হয়ে উঠে দুর্ভাগ্য মাঠে। অনেক কষ্ট করে দলীয় সর্বোচ্চ ৭৬ রান তুলেন ম্যাচ সেরা তামিম। 

তাই আবারও মিরপুরের উইকেট নিয়ে মুখ খুললেন জাতীয় দলের এই ওপেনার। ম্যাচে নিজেদের ফাইটের দৃশ্যের বিবরণ দিতে গিয়ে বলেন, আশা করি ফাইনালে এই ধরণের উইকেট হবে না। এতো স্লো উইকেট। আমি অলরেডি ১০০টি বল খেলে ফেলেছিলাম ফিফটি পরবর্তীতে। তাই হিট করার জন্য সুযোগ খুঁজছিলাম। কিন্তু মুশফিক-রিয়াদ ভাই আউট হওয়ার পর পুরো দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। আশা করি এমন উইকেট আর হবে না।

এসময় সঙ্গী বিজয়কে নিয়েও কথা বলেন তামিম। বলেন, ‘সত্যি কথা বলতে কি, শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্মে খুব চাপে ছিল সে। তাই আজকের ম্যাচে ভালো ফিডব্যাক সে দেখাতে পারিনি। বলতে হবে এটি তার জন্য দুর্ভাগ্যের।’

সবশেষে লোয়ার অর্ডারের তিন ক্রিকেটার মোস্তাফিজ-সানজামুল ও রুবেলের ভূয়সী প্রশংসায় মাতলেন টাইগার ওপেনার।  বলেন, ‘আপনার যারা ক্লোজলি আমাদের সাথে থাকেন বা নিয়মিত খবরাখবর রাখেন তারা হয়তো দেখেন যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে কেমন পরিশ্রম করছে টিম ম্যানেজম্যান্ট।  তার কারণেই আমাদের এই সাফল্য।’
 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর