দুই বন্ধুর ব্যাটে শতকের ঘরে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ০১:৩৭ পিএম
দুই বন্ধুর ব্যাটে শতকের ঘরে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে প্রত্যাশানুযায়ী দলকে সূচনা এনে দিতে পারেননি ওপেনার এনামুল হক বিজয়। জিম্বাবুইয়ান পেসার কাইল জারভিসের বলে এলবিডব্লিউ হওয়া ডানহাতি এই ব্যাটসম্যান করেছেন ১ রান। 

বিজয়ের বিদায়ের পর আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। দুই বন্ধুর ৯৫ রানের জুটিতে শতক পেরিয়েছে টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১০১ রান। তামিম ইকবাল ৪৪ ও সাকিব আল হাসান ৪৫ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা। ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়। সেখান থেকে তা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি।

ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। প্রথম ম্যাচে দারুণ বোলিং করলেও শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি তার। ফের একাদশে ফিরলেন তিনি। এতে দলের বাইরে চলে গেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এ ম্যাচে দুই মাইলফলকের সামনে তামিম ইকবাল। আর ৬৬ রান হলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান করার কীর্তি গড়বেন তিনি। পাশাপাশি একটি ভেন্যুতে সর্বাধিক রানের মালিক হতে ৪২ রান করতে হবে ড্যাশিং ওপেনারকে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফী বিন মোর্তজা, সানজামুল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিটার মুর (উইকেটরক্ষক), গ্রায়েম ক্রেমার (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর