পোপের বোলিং তাণ্ডবে ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে অস্ট্রেলিয়া


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৮, ১১:২৮ এএম
পোপের বোলিং তাণ্ডবে ইংল্যান্ডকে কাঁদিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পোপের ইতিহাস গড়া বোলিংয়ে ইংল্যান্ডকে ৩১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। পোপ ৩৫ রান দিয়ে ৮ উইকেট নেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এটিই সেরা বোলিং।

অস্ট্রেলিয়া এদিন টস জিতে আগে ব্যাট করে ৩৩.৩ ওভারে মাত্র ১২৭ রান করে। অধিনায়ক জ্যাসন সাংহারের ব্যাট থেকে আসে ৫৮ রান। বিপদের সময় ৯১ বলে সাতটি চারে এই রান করেন তিনি। ইংল্যান্ডের ইথান, ডিলন এবং উইল জ্যাকস তিনটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ইংল্যান্ড শুরুটা করেছিল দারুণ। প্রথম জুটিতে ৪৭ রান তুলে ফেলে তারা। অষ্টম ওভারে ফিরে যান লিয়াম ব্যাঙ্কস (৩)। টম ব্যাথন ৫৮ করে বিদায় নেন।

এরপর শুরু হয় পোপের তাণ্ডব। ৯.৪ ওভার হাত ঘুরিয়ে ইংলিশ ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেন তিনি। তিনি ছাড়া আর উইকেট পেয়েছেন পরম উপল। পাঁচ ওভারে ১২ রান দিয়ে এক উইকেট নেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর