প্রতিপক্ষ বাংলাদেশ, আরও সতর্ক জিম্বাবুয়ে


স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ২১, ২০১৮, ০৮:১৬ পিএম
প্রতিপক্ষ বাংলাদেশ, আরও সতর্ক জিম্বাবুয়ে

টাইগাদের বিপক্ষে প্রথম মুখোমুখিতে হেরেছে জিম্বাবুয়ে। তাও আবার বড় ব্যবধানে। উদ্বোধনী ম্যাচটিতে সফরকারীদের নাকানি-চুবানি খাইয়ে আট উইকেটে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ফাইনালে প্রত্যাশায় সিরিজে আরেকবার বাংলাদেশের মুখোমুখি হতে হবে মাসাকাদজা-রাজাদের। 

তবে তার আগে বেশ শতর্ক দলটির অধিনায়ক ক্রেমার। বলেন, ঘরের মাঠে বাংলাদেশ বেশ সতর্ক। তাই তাদের বিপক্ষে পরিকল্পনা মোতাবেক নামতে হবে।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম মুখোমুখিতে জয়ের স্বাদ পেলেও দ্বিতীয়টিতে ঠিকই হেরে বসে জিম্বাবুয়ে। রোববারের ম্যাচটিতে  শুরুতে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের দিনে মাত্র ১৯৮ রান সংগ্রহ করে দলটি। আর বিপরীতে খেলতে নেমে ৫ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। এ বিষয়ে ক্রেমার বলেন, সংগ্রহ ছোট, তারপরও আমরা ভালো ফাইট করেছি। টার্গেটা বড় হলে ভালো কিছু তো অবশ্যই হত।  

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর