উইলিয়ান-হ্যাজার্ড নৈপুণ্যে চেলসির দারুণ জয়


প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০৮:৩৯ পিএম
উইলিয়ান-হ্যাজার্ড নৈপুণ্যে চেলসির দারুণ জয়

প্রিমিয়ার লিগে আজ শনিবার সন্ধায় শুরু হওয়া ম্যাচটিতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এফসির বিপক্ষে মাঠে নামে চেলসি। শুরুটাও দারুণ করে ব্লুজরা, উইলিয়ান-হ্যাজার্ড ঝুটি এগিয়ে দেয় দলকে। ম্যাচ শেষে ৪-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। 

খেলা শুরুর ৪ মিনিটের মাথায় হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় কন্তের শীষ্যরা। এরপর চেলসি ভক্তরা দেখে মৌসুমের সেরা গোল। প্রথমে উইলিয়ান বল নিয়ে সামনে এগিয়ে যায়, তারপর আলতো করে এগিয়ে দেন হ্যাজার্ডের কাছে,হ্যাজার্ড পৌঁছে দেন মাইকেল বতসুয়াইর কাছে, তিনি হালকা শটে বল ঠেলে দেন তার পিছনে,আর সেখানেই ছিল উইলিয়ান। তার বিদ্যুৎ গতির শট ফেরাতে পারেনি প্রতিপক্ষের গোল রক্ষক। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। 

প্রথমআর্ধে আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। এছাড়া প্রথমার্ধে প্রতিপক্ষের কয়েকটি ভয়াবহ শট আটকে দেন চেলসি গোল রক্ষক। যার ফলে গোল শুন্য থাকতে হয় ব্রাইটনকে।

দারুণ এক গোালের পর হ্যাজার্ডের উল্লাস সাথে উইলিয়ান

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৫০তম মিনিটে ব্রাইটনের প্রপারের করা দারুণ শট গোলবারে লেগে ফিরে আসে।  খেলার ৫৮ মিনিটে উইলিয়ানোর করা অসাধারণ ফ্রি কিক আটকে দেন প্রতিপক্ষের গোল রক্ষক। আজকের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। 

৬৭তম মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন ব্রাইটনের ফরোয়ার্ড সেলত্তো। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে খেলা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা কোন দলই। এরপর আবার হ্যাজার্ডের ম্যাজিক, ৭৭তম মিনিটে উইলিয়ানোর দেওয়া বল নিয়ে সোজা ডি বক্সে ডুকে পরেন। তারপর দারুণ শটে বল জালে জড়ান হ্যাজার্ড। যার সুবাধে ৩-০ তে এগিয়ে যায় চেলসি। ম্যাচে এটি নিয়ে দুই গোল করেন হ্যাজার্ড।

ম্যাচের ৮৯তম মিনিটে নাইজেরিয়ান তারকা ভিক্টর মূসার দারুণ গোলে ৪-০তে লিড নেয় চেলসি। যোগ করা সময়ে গোলের দেখা পায়নি কেউই।

লিগে পয়েন্ট টেবিলে চেলসির অবস্থান তিনে। আর ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয়তে আছে ম্যানইউ। 

গোনিউজ২৪/এমএফ

খেলা বিভাগের আরো খবর