রোনালদোকে চায় না রিয়াল সমর্থকরা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৮, ০২:৫০ পিএম
রোনালদোকে চায় না রিয়াল সমর্থকরা

২০০৯ সালে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।২০১৬ সালে ২০২১ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। গত বছর পঞ্চম ব্যালন ডি'অর হাতে নিয়েও রোনালদো বলেছেন, যদি সম্ভব হয় রিয়ালেই ক্যারিয়ারের সমাপ্তি টানতে চান।তবে এও জানিয়েছেন, সবকিছু তার ওপর নির্ভর করে না। ক্লাব কর্তৃপক্ষের চাওয়ার ওপরও অনেক কিছু নির্ভর করে। কিন্তু সময়ের কী পালাবদল! রিয়াল মাদিদ্রকে একের পর এক শিরোপা জিতিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়ে উঠেছিলেন মাদ্রিদ সমর্থকদের চোখের মণি। সেই পর্তুগিজ তারকাই এখন সমর্থকদের কাছে ‘দুই চোখের বিষ’।

পর্তুগিজ যুবরাজের নামের পাশে থাকতে পারে পাঁচটি ফিফা ব্যালন ডি’অর। কিন্তু এখন তো তার পায়ের তালুতে মরচে ধরে গেছে। চলতি মৌসুমে মাত্র চার গোল করেছেন তিনি। রোনালদোর নামের পাশে যে পরিসংখ্যান একেবারেই বেমানান। স্বাভাবিকভাবে এমন ফুটবলারকে কেনই-বা মাথায় তুলে রাখবেন সমর্থকেরা। তাই মাদ্রিদ শহরে রব উঠেছে, ‘রোনালদোকে আর প্রয়োজন নেই।’

১৭ জানুয়ারি স্প্যানিশ পত্রিকা এএস একটি জরিপ চালিয়েছে রোনালদোকে নিয়ে। মাদ্রিদের সমর্থকেরা রোনালদোকে ক্লাবে দেখতে চান, নাকি চান না? দুদিন পরে ঘোষিত জরিপের ফলাফলে রোনালদোর এক ধরনের পরাজয়। জরিপে অংশ নেওয়া ১ লাখ ২৫ হাজার জনের মধ্যে প্রায় ৬৮ ভাগ মানুষ রোনালদোকে আর মাদ্রিদে দেখতে চান না। অর্থাৎ ৩২ ভাগ মানুষ চান রোনালদোর মাদ্রিদে থাকা উচিত। অন্যদিকে তো গুঞ্জনই চলছে—ক্লাব প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে তার সম্পর্কটাও ভালো যাচ্ছে না। খেলার নিয়মই তো তা-ই। দুই পায়ে ঝলক না থাকলে, কেউ পাশে নেই।

শুধু সমর্থকরাই নন।এর আগেও স্পেনে খবর ছড়িয়েছে, সতীর্থরাও নাকি রোনালদোকে আর চান না। দিয়ারিও গল নামের একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে  ব্রিটেনের মিরর খবর প্রকাশ করেছে, রোনালদোর ৫ সতীর্থ চান না রোনালদো আর রিয়ালে থাকুক। এই দলে আছেন অধিনায়ক সার্জিও রামোসও। আরও আছেন গ্যারেথ বেল, করিম বেনজেমা, ইসকো ও টনি ক্রুস। তাদেরই একই মত দলে রোনালদোর আর দরকার নেই।

অথচ এই মৌসুমের আগেও রোনালদো ছিলেন সান্তিয়াগো বার্নাব্যুর আকাশের তারা। শেষ মৌসুমেও করেছিলেন ৪৩ গোল। এর ২০১৪-১৫ ও ২০১৩-১৪ মৌসুমে যথাক্রমে ৬১ ও ৫১ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এই পরিসংখ্যানগুলো এখন শুধুই অতীত। তাই রব উঠেছে, রোনালদোর ছায়াকে আর প্রয়োজন নেই।

 

তবে কোচ জিনেদিন জিদান রোনালদোর সমালোচনাকারীদের একহাত নিয়ে বলেছেন, ‘রোনালদো ছাড়া মাদ্রিদকে কল্পনা করা যায় না।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর