আইপিএলের জন্য আরেক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার জনসনের


স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ০৯:৫৯ পিএম
আইপিএলের জন্য আরেক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার জনসনের

ইন্ডিয়ান প্রিমিয়ার শুরু হতে অনেক দেরি। কিন্তু তার আগেই প্লেয়ার এবং ফ্রেঞ্চাইজিরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তাদের মধ্যে একজন হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন, যিনি পাকিস্থান সুপার লিগের তৃতীয় সংস্করণ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যাতে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন।

জনসন যিনি এই মুহুর্তে বিগ ব্যাশ লিগ খেলছেন পার্থ স্কচার্সের হয়ে, তাকে করাচি কিংস আসন্ন পিসিএলের জন্য তুলে নেয়। জনসন এর আগে দুটি ফ্রেঞ্চাইজির হয়ে এই পয়সা বহুল লিগে খেলেছেন যার একটি হল মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়টি হল কিংস ইলেভেন পাঞ্জাব।  অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমে খোলসা করেছেন যে জনসন আসন্ন পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সূত্রের কথায়, “জনসন পিএসএল কমিটিকে জানিয়েছেন যে তার বিশ্রাম প্রয়োজন ঝাঁ চকচকে এবং জাকজমকপূর্ণ আইপিএলে খেলার জন্য।”

পিএসএলে এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্ল্যাটিনাম ক্যাটাগরিতে ছিলেন, এবং ডায়মন্ড ক্যাটাগরিতে ডিমোটেড হওয়ার পর তাকে তুলে নেয় করাচি কিংস। জনসনের এক ঘনিষ্ঠ সূত্রের মতে জনসন ভীষণ অখুশি ছিলেন তাকে প্লেয়ারদের ডায়মন্ড ক্যাটাগরিতে ডিমোটেড করার কারণে। ওই সূত্রের মোতাবিক, “এটা একটা বোঝার মত কারণ হতে পারে যে ও নিজের ক্যাটাগরি নিয়ে অখুশি ছিল। ও হয়ত আসতে পারত যদি ও প্ল্যাটীনাম ক্যাটাগরিতে থাকত।

আরও একটা কারণ ছিল করাচি কিংসের কোচ মিকি আর্থারের সঙ্গে ও খারাপ সম্পর্ক, যা বহুচর্চিত হোমওয়ার্ক গেট স্ক্যান্ডালের কারণে হয়েছিল।” জনসন সেই চারজন প্লেয়ারদের মধ্যে অন্যতম একজন ছিলেন যাকে অস্ট্রেলীয়ান কোচ মিকি আর্থার ২০১৩র তাদের ভারত সফরে সাসপেন্ড করেছিলেন।

 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর