দুই লাল কার্ডের পরও জিতলো চেলসি


প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০১৮, ১২:১৫ পিএম
দুই লাল কার্ডের পরও জিতলো চেলসি

গতকাল বুধবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে নরউইচকে হারিয়েছে চেলসি। চেলসির এই ম্যাচের পর‘ভিএআর’এর সঠিক ব্যবহার নিয়েও উঠছে বির্তক। কারণ এখানে নাকি ‘ভিএআর’যথাযত ভাবে ব্যবহার করা হয়নি।

খেলার দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার পর দুই দলই ১-১ এ ড্র করে মাঠ ছাড়ে। এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। যা শেষ হওয়ার পর রেফারি পেনাল্টির জন্য উভয় দলকে আহ্বান করে। যেখানে চেলসি ৫-৩ এর ব্যবধানে জয় নিয়ে ঘরে ফিরে। 

প্রথম পেনাল্টি নিতে আসে চেলসির উইলিয়ান,তার পেনাল্টি ফেরাতে পারেনি বিপরিত দলের গোল রক্ষক। নরউইচের প্রথম পেনাল্টি নিতে আসে নেলসন ওলিভিয়ার যার পেনাল্টি আটকে দেয় চেলসি গোল রক্ষক। আর এখানেই ব্যবধান তৈরি করে নেয় চেলসি। অন্যদিকে ব্লুজরা একটি শটও মিস করেননি। যার সুবাধে চেলসি ৫-৩এর জয় নিয়ে মাঠ ছাড়ে।

এভাবেই ঝাঁপিয়ে পড়ে বল আটকে দেন চেলসির গোল রক্ষক উইলি ক্যাবল্লোর

এর আগে খেলার ৫৫তম মিনিটে মাইকেল বতসুয়াইয়ের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু নরউইচের জামাল লুইসের অতিরিক্ত সময়ের গোলে খেলা আরো ৩০ মিনিট দীর্ঘায়িত হয়।

খেলার সবচেয়ে উত্তেজনাকর মুহূর্ত ছিল যখন ব্রজিলিয়ান তারকা উইলিয়ানকে ডি বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। এতে চেলসি পেনাল্টির আবেদন করে কিন্তু রেফারি তাতে পেনাল্টির সংকেত দেয়নি। কারণ ‘ভিএআর’এর সাহয্যে ভূল সিদ্ধান্ত দেওয়া হয়। এ নিয়ে চেলসি কোচ চরম সমালোচনা করেন এবং একে বড় ভূল বলে বর্ণনা করেন। 
এর আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির মোরাতা এবং পেড্রো।

গোনিউজ২৪/এমএফ

খেলা বিভাগের আরো খবর