১০০ নট আউট মতি ভাই, অভিনন্দন মাশরাফীর


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৭:৩৫ পিএম
১০০ নট আউট মতি ভাই, অভিনন্দন মাশরাফীর

'যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই!' বাংলাদেশ ক্রিকেট ভক্তদের অবস্থা হয়েছে অনেকটা বাংলা এই প্রবাদটির মতো। আজ নিজ বাড়িতে অনুষ্ঠান অথচ নিজেই উপস্তিত নেই! মজাটা হচ্ছে, অতিথিদের উৎসবের সুযোগটা করে দিয়েছেন আপনি নিজেই। অর্থাৎ ২০০৬ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ হচ্ছে ১০০তম ওয়ানডে ম্যাচ। অথচ এই ম্যাচটায় নেই বাংলাদেশ।

বিসিবি চাইলেই স্বাগতিক হিসেবে এই ম্যাচে বাংলাদেশকে রাখত পারত। এই উপলক্ষের কথাটা সিরিজের সূচি তৈরির আগে বিসিবির ভাবনাতেই হয়তো আসেনি।

এই ভুলের ‘প্রায়শ্চিত্তে’র একটা উদ্যোগ নিয়েছে বিসিবি। ১০০তম ওয়ানডেতে তারা স্মরণীয় করে রেখেছে মাঠকর্মীদের সম্মান জানিয়ে, যাদের প্রতি বিন্দু ঘাম মিশে আছে ‘হোম অব ক্রিকেটে’র প্রতিটি ঘাসের সঙ্গে। আজ সকালে তাই শততম ওয়ানডের আয়োজন উপলক্ষে ৪৬ জন কর্মীকে স্মারক জ্যাকেট উপহার দিয়েছে বিসিবি। যে জ্যাকেটের গায়ে লেখা, ‘শেরেবাংলা স্টেডিয়ামের ১০০তম ওয়ানডে’।

২০০৬ সালের ৮ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠ তৈরির কাজ করেছিলেন মতিন। সেই মতিন আজও ছিলেন মাঠে।

তবে ২০১২ সাল থেকে তিনি কাজ করছেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ হচ্ছে ১০০তম ওয়ানডে ম্যাচ, তাই এই বিশেষ উপলক্ষে বিসিবির গ্রাউন্ডস বিভাগ তাকে ডেকে এনেছে মিরপুরে।

৩৬ বছর ধরে মাঠ পরিচর্যার সঙ্গে জড়িয়ে থাকা মানুষটাকে শ্রদ্ধা জানাতে ভোলেননি মাশরাফী বিন মুর্তজাও। আজ দুপুরে অনুশীলন শেষে ফেরার সময় দেখা করেছেন মতিনের সঙ্গে। তার সঙ্গে সেলফি তুলে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘তামিম, সাকিব আরও অনেকের ১০০ পেরিয়ে আজ মতি ভাইয়ের ১০০ নট আউট যেন বেশি আনন্দের। অভিনন্দন মতি ভাই, ২০০-এর অপেক্ষায় আছে শেরেবাংলা...।’

সকাল থেকেই সবার কাছ থেকে শুভেচ্ছা বৃষ্টিতে উৎফুল্ল আবদুল মতিন। হঠাৎ এমন শুভেচ্ছা-ভালোবাসায় একটু হকচকিয়েই গেছেন। দুপুরে বিসিবির আয়রন গেটের সামনে তার সঙ্গে দেখা হলে মুখে তার সলাজ হাসি, ‘এমন অভিজ্ঞতা আগে হয়নি। টসের সময় ডেকে নিয়েছে। সবাই শুভেচ্ছা জানাচ্ছে, অনেক ভালো লাগছে। আজ ১০০তম ওয়ানডে হচ্ছে। একদিন আশা করি, ৫০০তম ওয়ানডেও হবে এখানে।’

আজ ঐতহাসিক ম্যাচে খেলছেন শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। শততম ম্যাচে মাঠে অন্যরা তাই বাংলাদেশের আফসোসটা আরও বেড়েছে। মিরপুরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। সেই জিম্বাবুয়ে মিরপুরের ১০০তম ওয়ানডেতেও আছে। অথচ যাদের উঠোনে উৎসবের আয়োজন, তারাই নেই। আজ টাইগাররা শুধুই ‘দর্শক’!

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর