১০০ তম ম্যাচের নিরব দর্শক


তারিকুল প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৫:৪৫ পিএম
১০০ তম ম্যাচের নিরব দর্শক

‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একশতম ম্যাচ বলে কথা। অথচ এই ম্যাচে দর্শক টাইগার ক্রিকেটাররা। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা যে ম্যাচের সাক্ষী। তাই বলে তো টিম টাইগার ঘরে বসে থাকতে পারে না। যে মাঠে তাদের এতা কীর্তি সেই মাঠ এমন একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আর সেখানে মাশরাফি, মুশফিক, তামিমরা থাকবেন না তা কি করে হয়। 

তাইতো ছুটে এলেন মাঠে। প্রায় দর্শক শূন্য মাঠ প্রাণ ফিরে পেল মাশরাফি-তামিমদের উপস্থিতিতে। টাইগারদের পরবর্তি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। লাকমল-ম্যাথুসদের একটু পরখ করে নিলেন টাইগার কাপ্তান। পরের ম্যাচে যে হাতুরুর দলের পরীক্ষা নিতে হবে মাশরাফি বাহিনীর। তাইতো ‘১০০ তম ম্যাচের নিরব দর্শক’তিন সিনিয়র টাইগার। 

আগামি ১৯ই জানুয়ারী ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।       
গোনিউজ/টিআই 

খেলা বিভাগের আরো খবর