পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে চমক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৫:৪১ পিএম
পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে চমক

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।  শেষ ম্যাচটিতে হারলে হোয়াইটওয়াশ হবে পাকিস্তান। তবে এক ম্যাচ বাকি থাকতেই আজ বুধবার (১৭ জানুয়ারি) ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে কিউইরা।  

২২ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ছোট্ট ফরমেটের খেলায় দলে ডাক পেয়েছেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সবশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলা বেন হুইলার।

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার ট্রেন্ট বোল্টকে। তার পরিবর্তে শেষ ওয়ানডেতে মাঠে নামবেন সেথ রানচি। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হবে টিম সউদিকে। আর টেইলর কেবল প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলবেন।  টি-টোয়েন্টর প্রথম ম্যাচ খেলে ছুটি নিবেন লুক ফার্গুসনও।

নিউজিল্যান্ডে : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, আনারু কিচেন, কলিন মুনরো, গ্লেন ফিলিপস, সেথ রানচি, মিচেল স্যান্টনার, ইস শোধি, রস টেইলর ও বেন হুইলার।

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর