রেকর্ড গড়ে ৫০০ উইকেট শিকার রাজ্জাকের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৪:৫৫ পিএম
রেকর্ড গড়ে ৫০০ উইকেট শিকার রাজ্জাকের

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড অনন্য অর্জন থেকে এক কদম দূরে ছিলেন। তবে বিসিএলের দ্বিতীয় রাউন্ডে ছুঁয়ে ফেললেন সেটিও। যার মাধ্যমে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকারের স্বাদটা অবশেষে পেলেন রাজ্জাক।

জাতীয় দলকে বিদায় না জানালেও দীর্ঘদিন ধরে  দেলের বাইরে রয়েছেন এই বাঁহাতি সফল স্পিনার।  বিসিএলের ম্যাচে বুধবার (১৭ জানুয়ারি) ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে কাঙ্খিত উইকেটটি তুলে নিয়ে প্যথম বাংলাদেশেী বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করে ইতিহাসের পাতায় নিজের নাম লিখান।

বিকেএসপিতে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময় দ্বিতীয় দিনের শেষবেলাতেই বোলিংয়ে এসেছিলেন রাজ্জাক। ৩ ওভার হাত ঘুরিয়ে সাফল্য পাননি। অনন্য কীর্তির জন্য অপেক্ষা করতে হয়েছিল। তবে দ্বিতীয় দিনে এসে সাফল্যের দেখা পান।  সাদমান ইসলামকে আউট করে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১৩তম ম্যাচে এসে মাইলফলক ছুঁলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এই সফল বাঁহাতি স্পিনার।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি রাজ্জাকের। ঘরোয়া ক্রিকেটে অবশ্য দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। গত পাঁচ মৌসুম আড়াইশ উইকেট জমা করেছেন নিজের ঝুলিতে।  বিসিএলের গত আসরেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি, ৬ ম্যাচে ৩৮ উইকেট নিয়েছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার।

রাজ্জাক সাদা পোশাকে ১২ টি ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ২৩ উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ২০০ উইকেট শিকারের রেকর্ডও গড়েছিলেন তিনি। ১৫৩ ওয়ানডেতে তার সংগ্রহ ২০৭ উেইকেট। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচ খেলে সংগ্রহ করেন ৪৪ উইকেট।  

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর