প্রোটিয়াদের বোলিং তোপে বিধ্বস্ত ভারত


তারিকুল প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৪:৩৪ পিএম
প্রোটিয়াদের বোলিং তোপে বিধ্বস্ত ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে বরাবরই উপমহাদেশের দল গুলোর পারফরম্যান্স ভালো না। একটু আলাদা করে বললে ভারতীয়রা বরাবরই অসহায় আফ্রিকান পেস কন্ডিশনে। অন্তত ইতিহাস তাই বলে। ১৯৯২ সালের পর আফ্রিকার মাটিতে ১৯টি ম্যাচে খেলে মাত্র ২ টিতে জয় ভারতের। চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও লজ্জার পরাজয় বরণ করতে হয় কোহলি এন্ড কোংদের।  

সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে প্রথম ইনিংসে কোহলির অসাধারণ সেঞ্চুরিতে আমলা-ডি ভিলিয়ার্সদের ভালই জবাব দিয়েছে ভারত। সামি-বুমরাহ-ইশান্তের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে খুব সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। ডি ভিলিয়ার্সের ৮০ রানে ভর করে ২৫৮ রান করে আফ্রিকা। 

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পরে ভারত। ৩৫ রানে দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে ৪র্থ দিন শেষ করে কোহলি বাহিনী। পঞ্চম দিনের প্রথম শেসনে রাবাদা ও অভিষিক্ত লুঙ্গি এনগিডির বোলিং দাপটে কোনঠাসা ভারতীয় ব্যাটিং লাইনআপ। রোহিত শর্মা কিছুটা প্রিতিরোধের চেষ্টা করলেও ৪৭ রানে থামে তার ইনিংস। শেষ দিকে সামির ঝড়ো ২৮ রানও বাঁচাতে পারেনি ভারতকে।

দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষিক্ত লুঙ্গি এনগিডির ৬ উইকেট শিকারে মাত্র ১৫১ রানে গুটিয়ে যাওয়া ভারত পায় ১৩৫ রানের লজ্জার পরাজয়। এছাড়া গতি দানব রাবাদার শিকার ৩টি উইকেট।   

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচে আগামি ২৪ জুন জোহানেসবার্গের নিউ ওয়ার্ডাস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।    
গোনিউজ/ টিআই

খেলা বিভাগের আরো খবর