২ রানেই অলআউট!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৩:৫৬ পিএম
২ রানেই অলআউট!

গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে তো কত অদ্ভুত ঘটনারি জম্ম দেয়। তবে এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন । অ্যাডিলেড ক্রিকেট অ্যাসোসিয়েশনের নবম টায়ারের ম্যাচে সাউথ রোড ক্লাব অলআউট হয়েছে মাত্র ২ রানে।  শনিবার (১২ জানুয়ারি) এমান এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। যা ছাপিয়েছে অতীতের সব অদ্ভুত ঘটনাকে।

সাউথ রোড ক্লাবের ১১ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনই ডাক মেরেছেন। একজন ব্যাটসম্যান ১টি রান করতে সক্ষম হয়েছেন। অপর রানটি এসেছে ওয়াইড থেকে।  সেই ১ রান এসেছে প্রথম বলেই। এএন অ্যাডিলেড কমিউনিটি ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে সাউথ রোড ১১ ওভার সংগ্রহ করে ২ রান।

চলতি লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সাউথ রোড। এর আগে নয়টি ম্যাচে খেলে তারা জিতেছে মাত্র ১টিতে। ড্র করেছে দুটিতে। আর হেরেছে ৬টিতে। তাদের আগের ৯ ম্যাচের ইনিংসগুলো হচ্ছে- ৮৪, ৪৮, ৬৪, ৯৪, ১৫, ১০৪, ৪৮, ৩০ ও ২৬।

শনিবারের এমন স্কোর অবাক করেছে সাউথ রোড ক্লাবেরই সভাপতি অ্যারোন স্মিটকে, ‘আসলে এটা এমন কিছু যা আমি আমার খেলোয়াড়ী জীবনে দেখেছিলাম। আমাদের দলটি যদিও খারাপ খেলছে, কিন্তু এতোটা বাজে খেলার মতো নয়। চলতি বছর আমাদের ক্লাবে কিছুটা পরিবর্তন এসেছে। শনিবারের ম্যাচটিতে তিনজন ছিল অভিজ্ঞ খেলোয়াড়। বাকিদের সবাই অনভিজ্ঞ।’

তবে এমন বিপর্যয়ের মূল কারণ জানিয়েছেন সাউথ রোড ক্লাবের সহ-সভাপতি পিটার ফসডিক, ‘খুব বাতাস ছিল। বাতাসের মধ্যেই প্রতিপক্ষ বল করছিল। তাতে লেট সুইং হচ্ছিল। বিশেষ করে ফুলার লেন্থের বলগুলোতে। বল খেলতে গিয়ে ব্যাটের ফেস খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছিল। কখনো কখনো পপিং হচ্ছিল। সে কারণে আমাদের পাঁচ-ছয়জন উইকেটের সামনেই ক্যাচ দিয়ে আউট হয়েছে। তার উপর অনভিজ্ঞ হওয়ায় এমন বিপর্যয় হয়েছে। ’

অ্যাডিলেড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিল ডেভিস জানিয়েছেন, ‘অ্যাসোসিয়েশনের ইতিহাসে আগের সর্বনিম্ন স্কোর ছিল ৬ রান। ১৯৫৯-৬০ মৌসুমে কেসউইক করেছিল সেই রান। আমরা যখন সাউথ রোড ক্লাবের ২ রান করার কথা শুনলাম, তখন বিস্মিত হয়েছি। আমরা তাদের বার বার জিজ্ঞাসা করছিলাম যে এটা সত্যি সত্যিই কী ঘটেছে? এটা কী সত্য ঘটনা? তবে আশা করব তারা সামনে আরো ভালোভাবে খেলবে এবং ভালো ফল করবে। ’

গোনিউজ২৪/এএস

 

 

খেলা বিভাগের আরো খবর