রাজার ঝড়ো ইনিংসে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর


তারিকুল প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০৩:৪৫ পিএম
রাজার ঝড়ো ইনিংসে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর

ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। বুধবার (১৭ই জানুয়ারী) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের শততম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মাসাকাদজা ও সুলেমান মিরে। ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করে সাজঘরে ফিরে গেছেন মিরে। 

গত ম্যাচের মতো এদিনও ব্যর্থ ওয়ানডাউনে নামা ক্রেগ আরভিন। এরপর দলের হাল ধরেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বেন্ডন টেইলর ও মাসাকাদজা। তাদের জুটি থেকে আসে ৫৭ রান। দলীয় ১৪৩ রানের মাথায় ৭৩ রান করে মাসাকাদজার বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি টেইলর। 

৩৮ রান করে টেইলেরের বিদায়ের পর দলের হাল ধরেন বিপিএল মাতানো সিকান্দার রাজা। রাজার ঝড়ো ফিফটিতে ২৯০ রানের চালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফ্রিকার দল জিম্বাবুয়ে। ১ ছক্কা ৮ চারে রাজা করেন ৮১ রান। শেষ দিকে রাজাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৯ রান করেন মুর।

শ্রীলংকার হয়ে গুনারত্নে ৩টি ও থিসারা পেরেরা ২টি করে উইকেট শিকার করে।
গোনিউজ/টিআই 

খেলা বিভাগের আরো খবর