২০০ পেরিয়ে জিম্বাবুয়ে


স্পোর্টস করেসপন্ডেন্ট:   প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৮, ০২:৫৩ পিএম
২০০ পেরিয়ে জিম্বাবুয়ে

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৮.৩ ওভার শেষে ৪ উইকেটে ২০৩ রান। সিকান্দার রাজা ৩১ ও ম্যালকম ওয়ালার ১৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলংকা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সর্বশক্তির দলটির হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। দলকে দারুণ সূচনা এনে দেন তারা।

দলীয় ৭৫ রানে থিসারা পেরেরার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মির। ফেরার আগে ৩৭ বলে ৫ চারে ৩৪ রান করেন এ ওপেনার।

তবে মাসাকাদজা-মিরের দেখানো পথে হাঁটতে পারেননি ক্রেইগ অরভিন। দলীয় ৮৫ রানে সুরঙ্গা লাকমলের বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হয়ে ফেরেন তিনি।

এর পর ব্রেন্ডন টেলরকে নিয়ে এগিয়ে যেতে থাকেন মাসাকাদজা। ধীরে ধীরে রূদ্রমূর্তি করেন তিনি। টেলরও তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন। কিন্তু হঠাই খেই হারিয়ে ফেলেন মাসাকাদজা। দলীয় ১৪২ রানে অসেলা গুনারত্নের শিকার হয়ে ফেরেন তিনি। অবশ্য ফেরার আগে নিজের জাত ঠিকই চিনিয়েছেন। ৮৩ বলে ১০ চারে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলেছেন এ ওপেনার।

গো নিউজ২৪/এসএম

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর