রুবেল কেন উইকেট পান না?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৪:৫৩ পিএম
রুবেল কেন উইকেট পান না?

রুবেল কেন উইকেট পান না? এ নিয়ে নানা জনের নানা মত। তবে বাংলাদেশ জাতীয় টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের সাফ কথা, রুবেল হোসেন এমন সময় বোলিং আসেন তখন ব্যাটসম্যানেরা সেট হয়ে থাকেন। আর সেট হওয়া ব্যাটসম্যানদের আউট করা কষ্টাসাধ্য ব্যাপার।

আসলেই তাই। চলমান ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ইনিংসে রুবেল তার প্রথম স্পেল শুরু করেন ২০তম ওভারে। সে সময় সফরকারী দলের দুই ব্যাটসম্যান ওয়ালার ও সিকান্দার রাজ সেট ছিলেন। শুরুর ঘাত-প্রতিঘাত পেরিয়ে দুজনই চেষ্টা চালাচ্ছিলেন দলকে বিপদ থেকে উদ্ধার করতে। তাই তারা সহজ বলও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন।  আর এজন্য রুবেল ভালো বোলিং করেও দুটির বেশি উইকেট লাভ করতে পারেনি। ম্যাচটিতে রুবেল তার উইকেট দুটি লাভ করেন ইনিংসের ৪৭তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে।  যদিও তার প্রথম ওভারের পঞ্চম বলে স্লিপে ওঠা সহজ ক্যাচ ম্যাচ করেছিলেন নাসির হোসেন।

আর এসব যে মোটেও দল কিংবা সতীর্থদের চোখ এড়ায় না তা সুস্পষ্ট সাকিবের কথায়।  তাই তো সোমবার (১৫ জানুয়ারি) ম্যাচ শেষে বলেন, আসল কথা হল রুবেল হোসেন সবসময়ই পরিশ্রমী। ম্যাচ নিয়ে ভাবেন এবং অনেক কষ্ট করেন বোলিং নিয়ে। 

প্রসঙ্গত, ২০১৭ সালে মোটে ১০টি ওয়ানডে ম্যাচ খেলে ১০টি উইকেটের দেখা পেয়েছেন রুবেল হোসেন।  আর বছরের শুরুতে একম্যাচে অংশ নিয়েই দুই উইকেট। তার জ্বলে ওঠার দিনে কাটার ভেলকি দেখিয়েছেন মোস্তাফিজও। পুরনো ছন্দে দুইজনই নিজেদের ফিরে পেয়েছেন।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর