‘হাথুরুসিংহে ভাল কোচ, তাই বলে সে খেলে দেবে না’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৪:৩০ পিএম
‘হাথুরুসিংহে ভাল কোচ, তাই বলে সে খেলে দেবে না’

নতুন বছরে দুর্দান্ত জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ।নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে মাশরাফী বাহিনী।এবার হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে পরখ করে দেখার পালা।অন্যদিকে,সাড়ে তিন বছর টাইগারদের হেড কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। মাশরাফী-সাকিবদের শক্তি-দুর্বলতা সবই জানা আছে তার।ত্রিদেশীয় সিরিজে তাই অদৃশ্য প্রতিপক্ষ হিসেবে থাকবে লঙ্কান কোচের এই জানা-অভিজ্ঞতাগুলোও! তবে বাংলাদেশের বর্তমান সহকারী কোচ রিচার্ড হ্যালসল অবশ্য বিষয়টিকে খেলোয়াড়ি দৃষ্টিতেই দেখছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) তিনি বলেন, ‘চন্ডিকা ভাল কোচ। তাই বলে সে খেলে দেবে না। আমরা দেখেছি তামিম ইকবাল রান করেছে, সাকিব উইকেট নিয়েছে। চন্ডিকা কিন্তু রান করতে পারে না উইকেটও নিতে পারে না।’

এর আগেও এমন কথা শোনা গেছে এই কোচের মুখ থেকে,`হেড কোচ চলে গেছে এটা কম গুরুত্বের। হেড কোচ চলে গেছে তাতে কি হয়েছে? খেলোয়াড়রা তো আছে। সিনিয়র খেলোয়াড়রা আছে, তরুণ পারফর্মাররা আছে। কোচিং স্টাফ আগেরটাই আছে। সব মিলিয়ে আমরা সামনের দিকেই তাকিয়ে।'

কোচের ভূমিকা গুরুত্ব না দিলেও শ্রীলঙ্কা দলকে সমীহ করছেন হ্যালসল, ‘আমরা সবাই জানি শ্রীলঙ্কা যখন সেরা পারফর্ম করে, তখন সব সময়ই তারা একটি শক্তিশালী দল। আমরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি, যখন ওরা ভারতকে হারাল। তাদের খেলা আমরা জানি। যদিও সম্প্রতি তারা ভাল খেলছে না। তার মানে এই না যে তিন দিন পর তারা ভাল খেলবে না। ওদের অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাকমাল খুবই অভিজ্ঞ। সব মিলিয়ে খুবই ভাল সাইড।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর