পরাজয়ের বৃত্তে বন্দি পাকিস্তান


স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০২:১০ পিএম
পরাজয়ের বৃত্তে বন্দি পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিরিজের চতুর্থ ম্যাচে কিউইদের ২৬৩ রানের লক্ষ্য দেয় সফরকারী পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে পাঁচ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬২ রান করে পাকিস্তান। সিরিজের প্রথম তিন ম্যাচ হেরে কোণঠাসা সরফরাজ বাহিনী। তাই হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষা পেতে জয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খেলেছেও দুর্দান্ত কিন্তু তাতেও কাজ হলো না।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে পাকিস্তানের চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরির দেখা পায়। ওপেনার ফখর জামান ৭৫ বলে ৭ চার আর ১ ছক্কায় খেলেন ৫৪ রানের এক ঝলমলে ইনিংস। চারে নামা হারিস সোহেল ৭৪ বলে ৪ চার আর ১ ছক্কায় ৫০ রান করে প্যাভিলিয়নে ফিরেন। তবে বড় হাফ সেঞ্চুরি পেয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ৮০ বলে ৫ চার আর ৪ ছক্কায় ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন এ অলরাউন্ডার।

এছাড়া পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদও খেলেন ৫১ রানের ঝড়ো ইনিংস। ফলে নিউজিল্যান্ডকে লক্ষ দেয় ২৬৩ রানের।

২৬৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে দেুই ওপেনার গাপটিল ও মুনরোর ৮৮ রানের জুটি নিউজিল্যান্ডের জয়ের পথ সহজ করে দেয়। শাদাব খানের জোড়া আঘাতে ভাঙ্গে নিউজিল্যান্ডের ওপেনিং জুটি। পরপর আরো দুটি উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে স্বাগতিকরা। শঙ্কার আকশে অবশ্যয় মেঘ জমতে দেননি হেনরি নিকলস ও কোলিন ডি গ্রান্ডহোমে। তাদের অপরাজিত ৫২ (হেনরি) ও ৭৪ (গ্রান্ডহোমে) রানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

কিউইদের পক্ষে টিম সাউদি নেন ৩টি উইকেট। এছাড়া মিচেল সেনানিয়ার ২, কলিন মুনরো ও ট্রেন্ট বোল্ট নেন একটি করে উইকেট।  অপরদিকে, পাকিস্তানের পক্ষে ৩ টি উিইকেট নেন শাদাব খান।  হারিস সোহেল ও রুম্মান রেইস নেন একটি করে উইকেট।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর