১১০০০ থেকে ৭ রান দূরে তামিম, অবস্থান ৬৭তম


স্পোর্টস করেসপন্ডেন্ট:   প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ১১:৫৯ এএম
১১০০০ থেকে ৭ রান দূরে তামিম, অবস্থান ৬৭তম

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা হয় ওপেনার তামিম ইকবালকে। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের অধিকারী তিনি। বাংলাদেশের হয়ে ক্রিকেট ইতিহাসে সব থেকে সফল ওপেনারও মনে করা হয় তামিমকে। 

দেশেরে নির্ভরযোগ্য এই বাঁ-হাতি ব্যাটসম্যান এবার ব্যাট হাতে আরও একটি মাইলফলকের সামনে রয়েছেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১১,০০০ রান করার হাতছানি রয়েছে তামিমের সামনে। 

গতকাল সোমবার (১৫ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে এই মাইলফলক স্পর্শের সুযোগ ছিল তামিমের। সেভাবে চেষ্টাও করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে শেষ পর্যন্ত হয়ে উঠেনি তার। 

১১ হাজার রান স্পর্শ করতে তামিমের প্রয়োজন ছিল ৯১ রান। কিন্তু ৮৪ রানের অপরজাতি ইনিংস খেলতেই ম্যাচে জয় পায় টাইগাররা। এতে কাঙ্ক্ষিত এই অর্জন থেকে মাত্র ৭ রান দূরে আছেন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তামিমের বর্তমানে মোট রান ১০,৯৯৩। যার মধ্যে টেস্টে রয়েছে ৩৮৮৬ রান, ওয়ানডেতে ৫৮৫০ এবং টি-টোয়েন্টিতে ১২৫৭ রান। 

বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার তালিকায় তামিম আছেন ৬৭তম অবস্থানে। গতকালকের ম্যাচের আগে তামিমের অবস্থান ছিল ৬৮তম স্থানে। তামিম চেয়ে মাত্র ৪১ রানে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন। ওয়াটসনকে পিছনে ফেলে তামিম উঠে এসেছেন ৬৭ তম স্থানে। 


গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর