সাকিবকে মনে রাখলো আইসিসি


তারিকুল প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৬:১৯ পিএম
সাকিবকে মনে রাখলো আইসিসি

২০১৭ সালে আজকের এই দিনে (১৩ জানুয়ারী) নিউজিল্যান্ডের মাটিতে নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে সাকিব ২৭৬ বলে ৩১ চারে করেন ২১৭ রান।

তৃতীয় বাংলাদেশী হিসেবে টেষ্টে দ্বি-শতকের ম্যাজিক ফিগারে নাম লেখান সাকিব। তবে টাইগার ব্যাটসম্যান হিসেবে টেষ্টে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান সদ্য টেষ্ট অধিনায়কত্ব হারানো মুশফিক। অন্যজন হচ্ছেন ড্যাশিং ওপেনার তামমি ইকবাল। তামিম করেন ২০৬ রান।

তবে এদিন তামিমকে ছাড়িয়ে যান সাকিব। ক্রিকেটের যেকোন ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস সাকিবের ২১৭।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাকিবের সেই ঐতিহাসিক ইনিংসের কথা আবার মনে করিয়ে দিলো। আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের ডাবল সেঞ্চুরি হাঁকানো একটা ছবি পোষ্ট করে তারা লেখেন- ‘গত বছরের এই দিনে সাকিব আল হাসান বাংলাদেশের পক্ষে ইতিহাস সৃষ্টি করেন। তামিমের ২০৬ রানের ইনিংস ছাড়িয়ে নিজ দেশের হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান করেন এই টাইগার।’
গোনিউজ/টিআই
 

খেলা বিভাগের আরো খবর