আইপিএলের নিলামে বাংলাদেশি ৮ ক্রিকেটার সহ মোট ১১২২


ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৪:১২ পিএম
আইপিএলের নিলামে বাংলাদেশি ৮ ক্রিকেটার সহ মোট ১১২২

একাদশ তম আইপিএল নিলামে এবার হাজারেরও বেশি ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। শুক্রবার আইপিএল নিলামের রেজিট্রেশন শেষ হওয়ার পর জানা গিয়েছে ১১২২ জন ক্রিকেটারের নিলাম হবে।এই তালিকার মধ্য নাম রয়েছে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের।এই প্রথমবার আইপিএল নিলামে উঠবেন রুট। তাঁকে নিতে ফ্যাঞ্চাইজিগুলির মধ্যে জোর টক্কর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের ২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে নিলাম বসবে।

১১২২ জন ক্রিকেটারের তালিকা ইতিমধ্যেই আইপিএলে আট ফ্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকায় অতীতে আইপিএলে খেলা ২৮১ জন ক্রিকেটারের সঙ্গে রয়েছে ৮৩৮ জন আনসোল্ড ক্রিকেটার। নিলামের তালিকার মধ্যে ৭৭৮ জন ভারতীয় ক্রিকেটার ও অ্যাসোসিয়েট দেশগুলি থেকে রয়েছে তিন ক্রিকেটার।

আসন্ন নিলামে অস্ট্রেলিয়া থেকে রয়েছে ৫৮ জন ক্রিকেটার। তালিকায় অস্ট্রেলিয়াকে টক্কর দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ৫৭ জন প্রোটিয়া ক্রিকেটার এবারে আইপিএল নিলাম মাতাতে চলেছে। ক্রিস মরিস, রাবাদাদের সঙ্গে ক্রিস নিল, কুল্টার নাইলদের নিলামি টক্কর জমে উঠবে বলেই মনে করছে ক্রিকেটমহল।

কোন দেশ থেকে নিলামে ক’জন?

অস্ট্রেলিয়া-৫৮, দক্ষিণ আফ্রিকা-৫৭, ওয়েস্ট ইন্ডিজ-৩৯, শ্রীলঙ্কা-৩৯, নিউজিল্যান্ড-৩০, ইংল্যান্ড-২৬, আফগানিস্তান-১৩, বাংলাদেশ-৮, জিম্বাবেুয়ে-৭ , মার্কিন যুক্তরাষ্ট্র-২, আয়ারল্যান্ড- ২, স্কটল্যান্ড-১

নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উড়তি তারকা মোস্তাফিজ নিলামে বরাবরই ঝড় তোলার জন্য প্রস্তুত। অপরদিকে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহমানসহ মত আটজন নিলামে ভিক্রি হতে পারেন। কারা থাকছেন নিলামে নাম প্রকাশিত হয়নি।  

নিলামে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল, অলরাউন্ডার শেন ওয়াটসন, মিচেল জনসন বড় অঙ্ক হাঁকাতে পারে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে নিলাম মাতাতে পারেন হাশিম আমলা, ফাফ ডু’প্লেসি,কুইনটন ডি’কক, ডেভিড মিলার, মর্নি মর্কেল, কাগিসো রাবাদারা। 

নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে কলিন মুনরো নিলামের সেরা চমক হতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স করাতে তাঁকে নজরে রেখেছে ফ্যাঞ্চাইজিগুলি। কেন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো ক্রিকাটাররাও বড় অঙ্কে হাঁকাতে পারেন।

সুত্রঃ আইপিএলটি২০.কম

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর