‘আমরা সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে এসেছি’


স্পোর্টস করেসপন্ডেন্ট: প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০৩:২৫ পিএম
‘আমরা সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে এসেছি’

আর একদিন বাদেই শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। তিন জাতীয় এই সিরিজকে সামনে রেখে গতকাল ঢাকায় পা রাখেন জিম্বাবুয়ে ক্রিকেট দল। যদিও তাদের আরো দুই দিন পূর্বে বাংলাদেশে আসার কথা। দুই দিন পরে আসায় বিসিবি একাদশের বিপক্ষে তাদের খেলা হয়নি প্রস্তুতি ম্যাচে। আজ শনিবার এ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। 

সিরিজ শুরু আগে নিজেদের অবস্থান তুলে ধরতে সাংবাদিকদের মুখোমুখি হয় জিম্বাবুয়ের কোচ হিথ স্ট্রিক ও নবাগত অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এ সময় সফরত দলটির কোচ বলেন, আমরা সিরিজ জয়ের চ্যালেঞ্জ নিয়ে এসছি। আমাদের লক্ষ্য এখন সিরিজ জয়।’

বাংলাদেশকে প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হিথ স্ট্রিক বলেন, ঘরের মাঠে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল। মাশরাফী, রুবেল তাসকিনরা ঘরের মাঠে প্রতিপক্ষকে গুটিয়ে দিতে পারে সহজে। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা বেশ চ্যালেঞ্জ হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ তে সিরিজ জয়ের বিষয়টি উল্লেখ্য করে জিম্বাবুয়ে কোচ বলেন আমরা বেশ কিছুদিন আগে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতেছি।  তাই এ সিরজে আমরা বেশ উৎসাহ পাবো। 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি সোমবার থেকে শুরু হবে সিরিজটি। প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর