উইলিয়ামসনের একাই ৭৩, পাকিস্তানের ৭৪!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৮, ০২:৫৯ পিএম
উইলিয়ামসনের একাই ৭৩, পাকিস্তানের ৭৪!

ওয়ানডের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের লজ্জা পেতে হতো হয়ত পাকিস্তানের। নিউজিল্যান্ডের ২৫৭ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ যে তখন ৮ উইকেটে ৩২! টপ অর্ডারে থাকা প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ-ই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাঁচিয়েছেন কাপ্তান।যদি সরফরাজ-রুম্মান মিলে দশম উইকেটে না গড়তেন সর্বোচ্চ রানের জুটি (২২)। তবে এর পূর্বের অবস্থা ছিল ভিন্ন।তবে সর্বনিম্ন স্কোর থেকে বাঁচলেও আরেকটি লজ্জার রেকর্ড গড়েন তারা।নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে সফরকারী দলগুলোর মধ্যে সর্বনিম্ন সংগ্রহের লজ্জা এখন পাকিস্তানের

যেখানে ‘সান্ত্বনা’ বলতে নিউজিল্যান্ড দলটার বিপক্ষে পাত্তা না পেলেও তাদের অধিনায়ক উইলয়ামসনের (৭৩) ব্যক্তিগত সংগ্রহকে অন্তত টপকাতে পেরেছে গোটা পাকিস্তান দল!

আশ্চর্যের ব্যাপার হলো, গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে যে দলটার সামনে কেউ দাঁড়াতে পারেনি, নিউজিল্যান্ডের মাটিতে সেই দলটাই কিনা স্রেফ শুয়ে পড়েছে!ট্রেন্ট বোল্টের তোপে পুড়ে খাক হয়েছে পাকিস্তানের টপ অর্ডার।
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর